কি খুঁজিছ অন্ধকারে - দেওয়ান সেলিম চৌধুরী
হে মানব, কেন দিনে দিনে ডুবিছ অন্ধকারে
কোন সত্যকে খুঁজিছ তুমি আলো হতে সরে?
অন্ধকার পেরিয়ে এসে, উচ্চ করি শির
দেখে নাও, যতটুকু দেখা যায়, এই পৃথিবীর।
ফল ফুল, নদী নালা, পর্বত মালা
শরৎ বসন্ত কিংবা আলোর খেলা।
নিঃশব্দে ফোটা ফুল, অথবা পাখীর কাকলী
অন্ধকার ভেদ করে ফোটে উঠা সূর্যের প্রথম ফালি।
গহীন অরন্যে সদ্যজাত শাবকের দুধের সন্ধান,
খোলা আকাশের নীচে বেঁচে থাকা অগুনিত প্রান
দূরে গন্ধহীন ফুল, তাতে নেই অভিমান
যে যার সৌন্দর্য্য নিয়ে, বেদীতে করিছে দান
তুমি কেন অন্ধকারে বসে নিজেকে করিছ ম্লান?
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
09-05-2020
-
-