অটোয়া, শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪
বৈদূর্য্য সরকার-এর দু’টি কবিতা

ধারাপাত
শুধু এক কথা বলে যাওয়া জীবনে
দু'কথা বললে ঝগড়া লাগে অকালে
তিনতালে ঘুরে তুমি নাচতে কী পারো
চারদিকে কার বৃথা যুদ্ধসাজ বাজে
পঞ্চবাণ কোন দিক থেকে আসে ধেয়ে
ষড়রিপু পেয়ে বসে অজানা অবেশে
সাতসুরে ভেসে গেলে এ সকালে তুমি
আটখানা হয়ে ওঠো গোপন আহ্লাদে
নয়ছয় হয়ে যায় জীবন আমার
দশেদশ সেই রোজ প্রেম পায় যার। 

বৃষ্টির গান
কাল থেকে মেঘ করলে, সন্ধেবেলা এসে ঢোকে
মাথার ভেতর, সন্ধে মানে আবছা আলোর 
সন্ধে জানে -সিধে রাস্তা ট্যাভার্ণ ফেরত... 
যেখানে সব বুড়োটে লোক মান্না দে'র গান গায় 
আর দুঃখ বাড়ে। 
ক'জন জানে কোথায় যাবে, হারিয়ে আবার ফিরে 
পাবে বৃষ্টিবেলা বাঁচার দমক!

বৈদূর্য্য সরকার। কলকাতা