তুমি ডাকলে চলে আসবো মেঘ বৃষ্টি প্লাবনে, তুষার ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া বন্ধ পথ ঘাট পেরিয়েকিছুই মানব না আসুক কোনো ভয়ংকর জলোচ্ছ্বাস সিডর কিংবা সুনামির আঘাত তুমি ডাকলেই চলে আসবোশোনো তবে আসবো কখন নামবে যখন কৃষ্ণ কালো আধাঁরনীল আকাশের বুকে রিক্তবক্ষ জুড়ে থাকবে না কোনো নক্ষত্রের মেলা তুমি ডাকলেই চলে আসবো কখন আসবো জানতে চাওযখন মসৃণ সন্ধার নীহারিকাঅপলক তাকিয়ে দেখবে আমাকেউষ্ণীষ উষ্ণ গভীর নেশা ঘোরেতুমি ডাকলেই চলে আসবোযখন লাভা গলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পাহাড়ের পাদদেশেঘুঘুর গুঞ্জন শোনা যায় এখানে সেখানে বাজপাখির পালক সুবাতাসে খসে পড়ে তুমি ডাকলেই চলে আসবোনির্ঘুম নয়নে যখন বন্দী হবে রাতআমার উত্তাল বুকে নীরব নিমেষেউঠবে নেচে ভোরের উষ্ণ তুষার হাওয়া ঘাসের ডগায় জমা শিশির কণাতুমি ডাকলেই চলে আসবোআসবো আমি তখনমূর্ছিত জ্যোৎস্নার পরে- সাঁঝের আলো জ্বেলেগায়ে নীলাম্বরী জড়িয়ে- সন্ধ্যামালতীর গন্ধ মেখেতুলসীদাসী তুলসীতলায় পূজা দিবে এমন সময় আসবো চলে তুমি ডাকলেইস্বপ্নের ঘরে আজ উড়িয়ে দিবো পাল সাধ সাধনা মিটিয়ে নিবো আজ নয় কাল পাওয়ার বাসনা বহুদিন আমারউড়াল মেঘে ঢাকা প্রেম বহুকালতুমি ডাকলেই চলে আসবোকিচ্ছুটি জানতে দিবো না এটাই ইচ্ছেঅসার দেহে আরতি আমার - অন্তরঙ্গ আলাপনউচ্ছ্বাস উঠেছে দক্ষিণ সাগরে- অগ্নিবর্ষী শ্বাসআত্নীয় অন্ধকারে একান্ত ঘনিষ্ঠ হবোই আাজশোনো তবে আসবো কখন-আসবো চলে তুমি ডাকলেই- বরফ গলা রাতেএমন সময় নিঝুম রাতের কোমল কোলে একান্তই একা- তেমার তন্দ্রাছন্ন দেহের ভাঁজে ভাঁজে নামবে বৈশাখী এলো ঝড়সারা দেহে জ্বলবে অনির্বাণ আগুনেরলহরী দাউ দাউপুড়ে ছাড়খার করবো নিমেষে তোমার রক্তিম দেহ বাগান অবশেষেদীর্ঘ গাঢ় চুম্বনে আঁকবো দু'জন ফের সংগোপনে আপন চিত্রকল্প তখন হীম-শীতল কাতর অঙ্গেশূর্মা কালো চোখে দেখবে ভুবন উজাড় বিস্মৃত তোমার উষ্ণ ঠোঁটের কোণে চুম্বনস্বপ্ন তোমার ভ্রমর কালো আঁখি জুড়েনরম আদরে বলবে আমায়, এসো-ধরো হাত দুটি আমার আলতো করে চেপেআমি আসবো কখন- ধূসররঙের রাতেবৃষ্টির পরে- নতুন পাতায় শিহরণ জাগায়এমন তুলতুলে নরম মাটির দেহেহৃদয় চোখে দেখবে কোনো বিরহ আর নেইভালোবাসার বাতাসে সব উধাও অন্ধকূপ ছেড়ে চলে গেছে কোথায় কেউ জানেনা আমি ও জানিনাএমনটা জেনে লাগে ভীষণ ভালোআবার চুলের ঘ্রানে বদ্ধ মাতাল হবেদু- হাতের অপূর্ব কারুকাজে স্পর্শেছু্ঁয়ে ছুঁয়ে দিশেহারা করবে আমাকেমাদকতা অনুভবে তৃষ্ণার থালায় বারবার আমাকেই পাবে আমাকেইএক আশ্চর্য শিহরণে কেঁপে উঠবেহৃদয়ের খোলা জানালা প্রবল সুখেতারপর কিছুটা সময় এগিয়ে যাবে গল্প আড্ডায় মেতে তোমার আমারহাসির ঢেউ উঁচিয়ে স্বাগত জানানো হবে গোলাপ ঠোঁটের কোণে ঘুরতে থাকবেআজ ঘটে যাওয়া অভিনব প্রেমের স্মৃতি আর স্যাতস্যাতে ভেজা মাটির সোধা গন্ধেআবেগ উঁচিয়ে বলতে থাকবে প্রেমে পড়বো প্রেমে পড়বো বারবার তোমার আমি। নীপা চৌধুরীঢাকা, বাংলাদেশ।
Ashram Bengali Magazine, Ottawa