তারুণ্যের শক্তিতে অশুভ শক্তির হবে পরাজয় ভয় নেই তারুণ্য প্রতিবাদে ভীতু নয়, যেখানেই ঘটুক না কোনো অন্যায়- অত্যাচারতারুণ্যের রয়েছে অফুরন্ত শক্তি রুখে দাঁড়াবার।কাঁধে কাঁধে হাত রেখে চলব সবাই কারো মনে কভু মন্দ চিন্তা নাই, সবার আগে সত্য দেশপ্রেমিক হব আমরাদেশমাতৃকার তরে বিলিয়ে দেব দেহ-চামড়া।তারুণ্যের শক্তিতে অসহায় পাবে বাঁচার শক্তি বিপদে-আপদে প্রতিনিয়ত করবে তারুণ্যের ভক্তি, তারুণ্য পারে অন্যায় -অত্যাচারের বিরুদ্ধে লড়তেতারুণ্য পারে কৃষক -শ্রমিকদের স্বপ্ন দেখাতে।তারুণ্যের হাত ধরেই আসবে ফিরে শান্তি দূর হবে দেশমাতার আছে যত ক্লান্তি, সাহস নিয়ে লড়তে হবে রাত-দিন ভয় পেলে ফিরবে না শুভ দিন।তারুণ্যের আলোয় আলোকিত হবে সারা বিশ্বসকল অশুভ আধার চিরতরে হবে নিঃশ্ব, তারুণ্যে পারে গড়তে একটি সুন্দর আবাসস্থল তারুণ্যের পারে মুছতে অনাহারীর আঁখি জল।তারুণ্যের শক্তিতে সকল দুর্নীতির হবে অবসান জনগণ ফিরে পাবে বেঁচে থাকার জয়গান, তারুণ্য পারবে উপহার দিতে শান্তির দেশযেখানে থাকবে না কোনো অপশক্তি লেশ।জুয়েল রানা। ঢাকা
Ashram Bengali Magazine, Ottawa