আবার যদি এই নগরে দস্যু এসে দেয় হানা সবার আগে কে দাঁড়াবে আছে কবির সব জানা৷আবার যদি মন্দ বাতাস বইতে থাকে দিবস রাত সুবাস হাতে প্রেমিক সেজে কে থামাবে গতিপথ?সাহেদ যদি আবার আসে রূপ ধরিয়া ভয়ংকর আরিফ আর সাবরীনারা যায় করে যায় অনাচার৷জাতির কাঁধে ভয় করিয়া আসে যদি ফের চণ্ডালে খায় যদি সব হাত ভরিয়া দেশ ভরে যায় জঞ্জালে৷আবার যদি গোপন ঘরে মীরজাফরের দুষ্ট মন নিজের লোভে করতে থাকে ওই পলাশীর প্রহসন৷হাজার শকুন আবার যদি উপর হতে ছড়ায় বিষ প্রভাতকালে কোকিল রাজা যদি না দেয় নিত্য শিস৷তখন কবি সব আগেতে ব্যথার বীণায় গাইবে গান ডাকবে এসো মিলন তটে তাহার ডাকে জাগবে প্রাণ৷আঁধার রেখা যাইবে সরে হাসবে জীবন মুগ্ধতায় শুভ্র আলোর পরশ লেগে ভাসবে জীবন শুদ্ধতায়৷এম.এ.ওয়াজেদ আমানা গ্রীন সিটি, নওগাঁ সদর, নওগাঁ
Ashram Bengali Magazine, Ottawa