আজ রথযাত্রাঘোড়ার টানা রথে রাজা চলেছে রাজপথেপথে কত লোক জ্বলেছে আলোকআমিও তাদের ভিড়ের মাঝে রাজা তোমায় দেখি অথচ সেদিন আমি ও তুমি ভিড় মাখা জনপথেকত আবেগে ছুঁয়ে ছিলাম সেই স্বপ্নের রথখানিঅগণিত ভিড় ভেসে যায় স্রোতহাতদুটি ছাড়াছাড়ি নানান পসরা খেলনা পুতুলমনিহারী রকমারি জিলিপি পাঁপড় সঙের ঝাঁপরকে যেন বাজায় বুকেতে চাপড়আজ আমি পথে তুমি চড় রথেসামলেছি কোনমতেরাজা সুখে থাকো প্রশান্তি মাখোআমি একা পথে ঘুরিআজ রথ চলে নানা কৌশলেবোধ গিয়েছে চুরি ইলা সূত্রধরবালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
Ashram Bengali Magazine, Ottawa