অরুণ আলোর স্নিগ্ধ রুপে অঙ্গে এল শরতের ছোঁয়া, শরদিন্দু উঠল হেসেকোথাও নেই বিষণ্নতা।রুপের ডালা দিয়েছে খুলেবাংলা মায়ের আদুরে কন্যাবিষণ্ণতার ঐ নিঃসঙ্গতা ছেড়ে সুদূর হারাল অগ্নিক্ষরা।বনে বনে উপবনেফুটল মাধবী ফুটল মল্লিকা নদীর ধারে কাশ বনে কোমল শুভ্র মায়া।যৌবন ছুঁয়েছে আইল জমিনে ফলবে দারুণ সোনাসাদা বক উড়ছে আকাশে নেই তার বাঁধা। শিউলি ফোঁটা ভোরের আলো সতেজ করে প্রাণদেউল সেজেছে নব সাজেমনে পুজোর এলার্ম।।নির্মল ভৌমিকজেঠাগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া
Ashram Bengali Magazine, Ottawa