বস্তুবিহীন বাস্তবতাসোনার হরিণ সবই মিছেআমরা তবু হন্যে হয়েঘুরে মরি তারই পিছে। যার ইশারায় বস্তু জগৎরূপে রূপে উঠছে হেসেধরা ছোঁয়ার বাইরে থেকে দিচ্ছে দেখা নতুন বেশে।দুপুর যখন শেষ হয়ে যায় আঙিনার ওই প্রান্ত দেশেলাল হলুদের পোশাক পরেকৃষ্ণকলি ওঠে হেসে। চোখের সামনে ছিল সে তো চোখ পড়েনি কোনোকালেহঠাৎ যেন উদয় হলো মিষ্টি হাসির তুফান তুলে।সকালবেলায় কাছে গিয়ে কারও দেখা পাইনে খুঁজে পাঁপড়িগুলো শুকিয়ে যেন ভয়ে আছে চক্ষূ বুঁজে।আবার দেখি শেষ দুপুরেহেসে সবাই কুটিকুটিকার পরশে আবার যেনরঙিন বেশে উঠছে ফুটি।অবাক হয়ে চেয়ে থাকিতারই দেখা পাবার আশে ইঙ্গিতে যাঁর বিশ্বভুবননিত্য সাজে নতুন বেশে।হঠাৎ যেন শিউরে উঠিপাখি ওড়ার শব্দ শুনিভাবি, বুঝি ওই এলো সেইপ্রতীক্ষায় যার প্রহর গুনি।প্রদ্যোৎ সেন। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa