বিদগ্ধ গোধূলি!অবশেষে-এক সৌরকালের প্রতীক্ষার অবসান!পড়ন্ত প্রহরে পেল প্রণয়নী সাঁঝ;দু'জন ক্ষণকালের পান্থ পথিক।মুখোমুখি- দৃষ্টির শীতল আলিঙ্গন!তবু, এক সমুদ্র দীর্ঘশ্বাস!বিদায়ের বিধুর আয়োজন-পথ হারা নীড়ে ফেরা ক্লান্ত পাখিরারাখালের বাঁশীর শেষটানবৈকালি কিশোর-কিশোরীর বিশুদ্ধ চঞ্চলতামালিনীর বকুল খোপা-ছোট্ট বালিকার শিউলি থোকাপ্রজাপতির বর্ণিল উচ্ছাসলজ্জাবতী মাধবীলতাবসন্তের শুকনো সুবাসবৈরাগী বাদুড়ঝিঁ-ঝিঁদের ঝংকারকৃষকের ক্লান্ত চরণমজুরের বেলা শেষের ঘামঅভুক্ত পথ শিশুর বুভুক্ষু নিঃশ্বাসভিখারির শীর্ণ দু'নয়নফেরারি মেঘের অশ্রুকণা-এরা সবাই সুপ্রিয় অতিথি।অবশেষে-গোধূলির অনন্ত দিগন্তে হারিয়ে যাওয়া!আর বিমূর্ত সিঁদুরে-সাঁঝের একাকিত্বের গহীন কৃষ্ণে বিলীন হওয়া।কাজী মাসুদকবি ও কলামিস্টযশোর, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa