অটোয়া, রবিবার ৪ জুন, ২০২৩
সাগরবেলায় - শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

মুদ্রতটে বসেছিলাম আমি একা-
ভোরের আকাশে আবিরের রঙ মাখা।
নীলচে ঢেউয়ের ফেনিল উচ্ছলতা-
চোখের তারায় স্বপ্নিল মাদকতা।

বেলা বাড়ে, আমি হাঁটি সমুদ্রতীরে,
ঝিনুক কুড়াই, মুক্তার আশা না করে।
ভেজা বালুকায় আমার পায়ের চিহ্ন;
এলোমেলো ঢেউ করে দেয় নিশ্চিহ্ন।

তবু চলি আমি, চলার নাই তো শেষ।
ঝলসানো রোদে পোড়ে দেহ, মনে ক্লেশ। 
পায়ের তলায় তপ্ত বালুর জ্বালা–
ঢেউয়ের আঘাতে থামে না তো পথ চলা।

দুপুর গড়ায়; মায়াবী বিকেল আসে।
ঢেউয়ের মাথায় কাগজ-নৌকা ভাসে।
পড়ন্ত রোদে একা একা ঢেউ গুনে,
বালুঘর গড়ি আর ভাঙি আনমনে।

কালো যবনিকা নেমে আসে ধীরে ধীরে.
ক্লান্ত শরীর শায়িত সাগর-তীরে।
উত্তাল কালো ঢেউ করে এসে চুম্বন;
কান পেতে শুনি মহাকাল করে গর্জন।

মাথার উপরে তারায় খচিত বিস্তৃত সামিয়ানা -
ঘুমপরী এসে চোখের পাতায় মেলে ধরে তার ডানা।
স্বপ্নেরা আসে ঢেউয়ে ভেসে মনের আঙিনায়।
নতুন ভোরের সূর্য ওঠার অধীর অপেক্ষায়।

শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
কলকাতা, পশ্চিমবঙ্গ