আমি হাঁটছিআমার দুপাশে অসংখ্য শববাহী গাড়িআমার সঙ্গে হাঁটছেআমার গতকাল , আজকিংবা আমার আগামিকালের সব ছায়াশরীর।আমার অতীত আর বর্তমান আমাকে গড়ে তোলেআমি ঝরাফুলের সুগন্ধে বিষণ্ণ হব না আজআমার ছায়াশরীর দেখেছেঅর্জুনহীন উলুপীর দুঃখরাত।প্রেম একটি উড়ে আসা প্রজাপতির মতোআমাকে ছুঁয়ে গেছে বারবারসেইসব ছোট্ট ছোট্ট অবসরে জেগেছে শরীরপ্রেমিকের চুমুগুলো যেন জ্যোৎস্নার বালিশ।রাত শেষ হয়আমার ছায়াশরীর একা হাঁটেভাদ্র দুপুরের খর রোদেপ্রেমিকের নাটুকে ছলাকলাশুকনো আঁশের মতো ঝরে যায়।আমি আর আমার ছায়াশরীরতীব্র ক্লান্তিতে একা হইকারণ শবযাত্রার সময় এসেছে। রঞ্জনা রায়। কলকাতা
Ashram Bengali Magazine, Ottawa