সে যেন খরস্রোতা রাইনআঁকাবাঁকা স্রোতআল্পস পাহাড়শ্রেণির উপত্যকারদুধারের সৌন্দর্যচঞ্চল প্রবাহিতদুধারে প্রতিরক্ষা ব্যুহ;প্রেমিকার ইন্দ্রিয়-জাল।বুকখানি যেন নর্থসী, পতিত রাইন।আমার সেও তাই,রাইন ও সেসে ও রাইন— আমার সমান আত্মীয়। স্বপ্ন বিক্রিস্বপ্ন দেখে যারাস্বপ্ন বিক্রিও করে তারা—কত জনই বা পারে স্বপ্ন মিলাতে!চোখে দেখে যারাতাদের সামনে দৃশ্য নেই— দৃশ্যখরাদৃশ্য আছে যাদের সামনেতারা আবার তা দেখে না— দেখতেও চায় না।আমি অধৈর্য হয়ে যাচ্ছি ক্রমেইএ পৃথিবী স্বপ্নবাজদের নয়;পরিবেশ তৈরি করে নিতে হয়অনেক স্বপ্ন আমাকেও বেচতে হয়বিনামূল্যে; তবে কোনও উত্তরসূরি নেই। আবু আফজাল সালেহকবি ও প্রাবন্ধিকদর্শনা, চুয়াডাঙ্গা
Ashram Bengali Magazine, Ottawa