কোন সুদূরের বাজলো বাঁশিনীল আকাশের কোন কোণেবিশ্ববীণায় সুর উঠেছেদ্বিগবধূদের অঙ্গনে।গন্ধবহ বইছে মধুরলক্ষ্য তাহার কোনখানে?ছোট্ট পাখি বলছে শোনো ‘নববধূর কেশবনে’।সবুজ বনের পাতায় পাতায়জ্বলছে আগুন দ্যাখ চেয়ে মনের বনেও আঁচ লেগেছে উঠছে সবাই গান গেয়ে।আকাশ বাতাস খেপছে সবাইকোন সুদূরের সুর শুনেফিঙে পাখি পুচ্ছ নেড়েতাল দিতেছে ঝাউবনে। সোনার রবি পড়ছে গলে বিশ্বমায়ের অঞ্চলেদীঘির জলে জ্বলছে আগুননাচছে দেখো ঢেউ তুলে।মগ ডালেতে ডাকছে বসে বিরহী এক কোন পাখিবিরহিনীর মান ভাঙাতে ‘বউ কথা কও’ কয় পাখি। প্রজাপতি উড়ছে দেখি পাখনা মেলে ফুলবনেগুঞ্জরিয়া ফিরছে ভ্রমরকৃষ্ণচূড়ায়, কাঞ্চনে।এমন মধুর লগ্নে দেখো কেউ বসে নেই চুপ করে বিশ্বনাথের পূজোর যোগানদিচ্ছে সবাই প্রাণভরে।প্রদ্যোৎ সেন। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa