ক্রীতদাসী গোলাপের প্রেমপত্রে লেখা ছিল-" প্রিয়তম গোলাপ!নিষ্কলা শব্দের অর্থটি খুঁজে নিও ছিদ্রহীন পীড়নে হতে চাইনি বিঘ্নকর বেশ্যাবৃত্তি! সেতো ধর্মে নিষেধ অনেক ভেবেছি৷ এখনো ভাবি-বিধ্বস্ত জীবনের স্রোতধারা থেমে গেছে থেমে গেছে প্রফুল্লিত জীবনের জোয়ারভাটা দ্যুতিহীন নর্দমার তোরণ দ্বার আজ গ্রীষ্ম পীড়িত ভালবাসার শয্যাচ্ছাদন অহর্নিশ হাহাকার করেজ্ঞহে আমার প্রেমের গোলাপ! তোমার প্রেম নগরে নিষ্কলা গোলাপীর ক্রন্দন শোন! তুমি কী জানো? অনেকদিন হলো অই কেশকলাপে ঝুমকোজবার স্পর্শহীন আলিঙ্গন৷নদী বা সাগরের বিদ্রোহ দেখেছো ? দেখেছো নিশ্চয় সাগরের বিদ্রোহ আমি দেখেছি প্রেমের নীলাম্বরি সেই কবে বিধবা হয়েছে হাজারো সাগরের বিদ্রোহ রোগক্লিষ্টা নীলাম্বরির ক্রন্দন থামাতে পারেনা৷তোমার কী মনে পড়ে?রৌদ্রকরোজ্জ্বল সম্মোহিত বৈকালিক প্রহরক্ষণ স্মৃতির মিনারে ভোগৈশ্বর্যের আশাবাণী মধ্যবর্তিতার যৌগপণ্যের রোমাঞ্চিত সমঝোতাআহা! অস্তগমনোন্মুখ সূর্যের বেদনার অনুতাপ উদাসিনীর কটিবসনে দীর্ঘশ্বাসের ছায়া ফেলে৷আয়ুষ্কালের দীপবর্তিকা আজ দীনহীনা দোর্দণ্ড নিশাচরীর নিলম্বিত প্রাণস্পন্দন বিশ্বাস করো; রসহীন বিরলকথনে বাড়ে শুধু বিরহদহন ভস্মকীটের আগ্রাসী গ্রাসে মনোরঞ্জনের শ্রান্তিহীন কান্নার আবাস লবণাক্ত৷"আজন্ম কুমারীর প্রেমপত্রের মর্মোদ্ধারে বিরহী গোলাপ অভিধানের পাতা খোঁজে নিষ্কলা শব্দের অর্থ জেনে বেড়ে যায় বিরহী গোলাপের অশ্রুপাত এই সভ্যতার কেন্দ্রমূলে হাজারো প্রেমের কাণ্ডজ্ঞানহীন সমাধি ফলক৷৷এম এ ওয়াজেদ আমানা গ্রীন সিটি,নওগাঁ সদর, নওগাঁ
Ashram Bengali Magazine, Ottawa