কথার মাঝে জড়িয়ে ফেলোদুঃখ গুলো ভুলিয়ে রাখোরাজ্যের যতো কষ্ট গুলোভুলে থাকি যখন তুমি যখনআপন মনে কথা বলোহঠাৎ করেই মাঝে মাঝেকোথায় তুমি হারিয়ে যাওতখন জানো কষ্ট গুলোখুব দ্রুত জড়িয়ে ফেলেকখনো যে বুঝবে তুমিমাঝে মাঝে ভাবি বলবআমার জমানো কিছু কথাকিন্তু মজে যেতাম তোমারকথাতে ভুলেই গেছি সবইআমার কথা হারিয়ে যেতএকদিন যদি সামনাসামনিতুমি এসে হঠাৎ দাঁড়াওদেখ কেমনে থামিয়ে দেবোশুরু করবো আমি আর নীরবদর্শক হয়ে চেয়ে থাকবে তুমি।।শুভ জিত দত্তমহেশপুর, ঝিনাইদহ
Ashram Bengali Magazine, Ottawa