পারবে কি কেউ ভুলতে বলো ফেব্রুয়ারির একুশটাকে-যার আশাতে এই বাংলা সারা বছর তাকিয়ে থাকে?সেই স্মৃতি যে টাটকা আজো,কাঁপন ধরা সেদিন গুলো-রফিক সালাম জাব্বারেরা রক্তে যেদিন ভেজায় ধুলো।ভাষার তরে দেশ জাগলো,বাঁধ ভাঙলো জোয়ার জলে-ভাষার তরে নামলো পথে কোথায় মানুষ দলে দলে?যতই খোঁজো এমন আবেগ বিশ্বে কি আর পাবে দেখা-তাইতো "একুশ" স্বর্ণাক্ষরে ইতিহাসে র ইলো লেখা।কতো মায়ের চোখের জলে ভাসলো একুশ ফেব্রুয়ারি-তাইতো বলো, এই "একুশে" কেমন করে ভুলতে পারি!জন্ম হলো যেই দেশটার সবুজ মাঝে গাঢ় লালে-"ফেব্রুয়ারির একুশ" যেন বিজয় তিলক তার সে ভালে!!বদ্রীনাথ পালপুরুলিয়া, পশ্চিম বঙ্গ
Ashram Bengali Magazine, Ottawa