অনুরাগের অবগাহনে - রীতা চট্টোপাধ্যায়
গভীর স্বপ্নের ভিড়ে ভবিষ্যৎ নিংড়ে সন্তর্পনে;
অনেকটা পথ পেরিয়েছি অবচেতনে,
ধূসর গোধূলির জলতরঙ্গে খুঁজি বাস্তবের নিখাদ স্বরলিপি;
প্রত্যাশার অবগাহনে ডুব দেয় তৃষিত বিদ্যুতের ঝলক,
পথ চলার শুরু আলোকিত শিশির সিক্ত আঙিনায়,
এক অদ্ভুত মিশ্রণে নিমজ্জিত অবসরের প্রাসঙ্গিক গদ্য;
শরীরময় ভালোবাসার বন্ধন বড়ই সেকেলে।
স্বপ্নের চোরাবালিতে পার্থিব কামনার প্রেক্ষাপট নিমজ্জিত;
অস্তিত্বহীন প্রেমের অবগাহনে স্থিত প্রতিক্ষণ,
সৃষ্টির সুচতুর উল্লাসে, স্বপ্ন গড়ার ইমারতে
তেমন ক'রে দাগ কাটে না কেউ,
প্রাপ্ত অনিষিক্ত প্রস্তাবগুলি নিরাকার চিত্রপটে আটকা পরে;
তরঙ্গায়িত ভাবনাগুলো অন্তহীন অনুরাগে
বিম্বিত হয় রোমান্টিকতার অবগাহনে।
রীতা চট্টোপাধ্যায়
বোলপুর, পশ্চিমবঙ্গ,
ভারত।
-
ছড়া ও কবিতা
-
02-04-2021
-
-