নববর্ষের রঙিন চোখে তোমায় আমি খুঁজিতোমার ছায়া দেখতে পাই যে চোখটা যখন বুজি।হুড খোলা ওই রিকশা চড়ে খাচ্ছো হাওয়া বেশএলোমেলো ওড়ে তোমার সিল্কি কালো কেশ।হলুদ লালে সাজো তুমি খোঁপায় চাঁপা ফুলেআলতা পায়ে ছন্দ তালে ঝুমকো লতা দুলে।তোমার মনে খুশির নহর বহে ঝর্ণা ধারামনময়ূরী হয়ে তুমি হও যে পাগলপারা।তোমার চোখে খুশির ঝিলিক ফড়িং যেন নাচেইন্দ্রধনুর সাতটি রংয়ে ভালোবাসার আঁচে।নতুন দিনে তোমায় নিয়ে হারিয়ে যাবো দূরেমনের খুশে মাতবো দু’জন মনোবীণার সুরে।সুব্রত চৌধুরীআটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র
Ashram Bengali Magazine, Ottawa