কী অদ্ভুত!আজ বন্দি মানুষ! মুক্ত পাখি!পাখি জেনে গেছে বৈরী প্রকৃতিমুক্ত আকাশে উড়তে হলে সাবধানে মেলতে হবে ডানামোমের আলোয় জীবন খুঁজে মানুষ পতঙ্গ যেমন আগুন দহনে পতনমানুষ তা বুঝে না!পাখি ওড়ার জন্য প্রস্তুত-মানুষ মরার জন্য মৃত্তিকা দাবড়ে বেড়ায়!সময়ের বিক্ষত শরীরে অবিনাশী অবিদিত নীল অসুখের মহড়া তবুও পাখি অবসন্ন ডানার নিচে জীবনের স্পন্দন মাখা আগুনমুখো গোধূলিরশেষ প্রহর নিয়ে ফেরে সোনালি খড়ের ডেরায়ডুমুরের ভীতু পাতার আড়ালে অনাবৃত হাওয়াশূন্য স্তব্ধতা! কালের লেলিহান জিহ্বায় বিধ্বংসী মৃত্যুদূতচারদিকে উদার জোছনার জেরবার জঠরে চলছে বিলাসী জেয়াফতের আয়োজন অদ্ভুত-বহির্মুখী পালেপালে উদোম বন্ধনহীন উদাস মানুষ পৃথিবীর অসুখ জেনেও আকসার কুর্তার'জেব' ভরে মৃত্যু নিয়ে ঘর ফেরে!অতঃপর হারিয়ে যায়অদৃশ্য নাগিন নিসাসে নীলনীল বরফের ধূমায়িত শরীরে! মুতাকাব্বির মাসুদশ্রীমঙ্গল, বাংলাদেশ১২-০৪-২০২১
Ashram Bengali Magazine, Ottawa