বিষাক্ত চারিদিকঅসুস্থ পৃথিবী,সবাই চিন্তা আর নিরাশায়কি যে হবে?খুঁজে ফিরছে মন নির্দিষ্ট উপায়।যখন সময় ছিলছিলনা কোন গুরুত্বএখন সময়ের পরিহাসপৃথিবী হয়েছে আবার বিষাক্ত।নিজেদের স্বার্থসিদ্ধির জন্যপ্রাণ নিয়েছি প্রকৃতি,গাছ কেটেছ, দূষণ করেছএখন ভাইরাসে আকুতি।প্রকৃতির গুরুত্ব তখন বুঝিনিকখনো মন থেকে প্রাণীর উৎস খুজিনি।যদিও একদিন ঝড় থেমে যাবেধরণী আবার শান্ত হবে।সৃষ্টি হবে নতুন প্রাণের,ফুল ফুটবে নতুন গানের।সেদিন এই কথাগুলো ভুলে যেও নারেখে দিও স্মৃতিতে,দুর্বিষহ হয়েছিল জীবন কোন এক অতীতে।সেদিন একটু সময় করেএকটা গাছ লাগাও এই মাটিতে।দূষণ মুক্ত করোযদি চাও ভালোভাবে বাঁচতে।শ্রী রাজীব দত্ত। কলকাতা
Ashram Bengali Magazine, Ottawa