অটোয়া, শুক্রবার ২৯ মার্চ, ২০২৪
"এমন একটা তুমি চাই" - অমল রায়

উৎসর্গ: তাসনিম তৃষা
মি এমন একটা তুমি চাই -
যে তুমি আমি শীতের বৃষ্টিতে জবুথবু হয়ে ভিজে এলে -
পরম আদরে আলতো বায়ে –
আমার গায়ে একটা কোমল উষ্ণতার ছোঁয়া দিয়ে যাবে;
আমি এমন একটা তুমি চাই -
যে তুমি আমার অশেষ আঁধারে ভরা পাথর-ঘরে এসে -
অযুত-নিযুত আলোর ফুলকি হয়ে –
আমায় আলোকের ঝর্ণা ধারায় ভাসিয়ে দিয়ে যাবে;
আমি এমন একটা তুমি চাই -
যে তুমি কৃষ্ণ ত্রয়োদশীর ঘোর অন্ধকার রাতে এসে -
লক্ষ জোনাকির আলো হয়ে –
আমার মনের আকাশ আলোয় আলোয় ভরিয়ে দিবে !
আমি এমন একটা তুমি চাই -
যে তুমি কাল বৈশাখীর ভীষণ ঝড়ের রাতে -
আমার খুব ভাললাগা কোন গানের কলি হয়ে -
আমার মনের বাতাসে উড়ে উড়ে নাচবে !
আমি এমন একটা তুমি চাই -
যে তুমি কাক ডাকা কোন শীতের অলস ভোরে -
রাগ আনন্দ-ভৈরবী আর আনন্দীকল্যাণ হয়ে -
আমার বাঁধ ভাঙা মনে ভালবাসার প্রলেপ দিয়ে যাবে !
আমি এমন একটা তুমি চাই -
যে তুমি আমার মন খারাপের দিনে এসে -
আমার ভাললাগার সব গান শুনিয়ে -
আমায় উন্মাতাল করে দিয়ে যাবে !
আমি এমন একটা তুমি চাই -
যে তুমি আমার দিগ্বিদিক চলার পথে -
আমার হাতে হাত রেখে আমার সাথী হবে !
আমি এমন একটা তুমি চাই -
যে তুমি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, আর বসন্তে -
প্রাণ খোলে বলতে পারবে -
আমি আছি প্রিয় তোমার সাথে -
আমি তোমায় বড়ো বেশি ভালবাসি !
আমি এমন একজন তুমি চাই -
যে তুমি আমি যখন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে -
অন্ধকারে আর্তনাদ করবো -
সেই তুমি তখন চুপিসারে এসে -
আমার মনের মন্দিরে মঙ্গলদীপ জ্বালিয়ে দিবে !
আমি এমন একটা তুমি চাই -
যে তুমি আমার শেষ বিদায়ের দিনে -
মেহেদীর রঙে রাঙানো দুই হাত –
আমার দুই কপোলে রেখে বলতে পারবে -
আবার আরেক কোন এক জন্মে -
তোমার সাথে আবার দেখা হবে প্রিয় -
গাছ, পাখি কিংবা পাথর হয়ে !

দ্রষ্টব্য: আমার এই কবিতাখানি আমার ফেইসবুক বন্ধু তাসনিম তৃষা-র একটি খুব সুন্দর ভালবাসার কবিতা পড়ে উদ্বুদ্ধ হয়ে তাৎক্ষণিক ভাবে লিখা!  আমার এই কবিতাখানি তাঁর সেই কবিতার আদলেই রচিত এবং আমার কবিতার শিরোনাম হিসাবেও তাঁর কবিতার শিরোনামটিই ব্যবহার করলাম ! এইজন্য তাঁর প্রতি আমার আন্তরিক ঋণ স্বীকার এবং কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে আমার এই কবিতাখানি তাকে উৎসর্গ করলাম। 

অমল রায়
ইকালুইট, নুনাভুট
ক্যানাডা