মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে - মোঃ আইনাল হক
আজ, আমি মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে;
পাশ দিয়ে প্রবাহিত উন্মুক্ত মৃত্যুর মিছিল,
গভীর বেদনার বিষাক্ত নীলে
অঙ্গার হয়ে জ্বলছি নিরবধি।
আমার হাতে শোভা পায় অভিনব মারণাস্ত্র,
যা সুকৌশলে একটু একটু করে নিঃশেষ করছে
আমার ভেতর, আমার বাহির।
আমি চেতনাহীন স্থুল প্রাণীরূপে,
বিকারগস্ত তরুণ হিসেবে,
মানবিক অবক্ষয়ের উজ্জ্বল উদাহরণ হয়ে
মানসিক প্রতিবন্ধীত্বের অতল গহ্বরে হারাচ্ছি ক্রমশ।
বাঁচার জন্য প্রতিনিয়ত খাবারের নামে বিষ খাচ্ছি;
শাক-সবজিতে বিষ,
ফল-মূলে বিষ,
মাছ-মাংসে বিষ,
পানি এবং পানীয়তে বিষ।
আজ, ক্ষুধার্ত শিশুটির হাতে ক্ষুধা নিবারণের জন্য
যে চমকপ্রদ ফুড সাপ্লিমেন্ট,
গুড়ো দুধ,
রকমারি জুস,
বাহারি চিপসের প্যাকেট তুলে দিচ্ছি অনায়সে,
তা কি খাবার?
নাকি খাবারের নামে বিষ!
দৃষ্টি নন্দন এ্যাডের গভীরে ঢুকে দেখছি কী?
রাস্তার পাশের রেস্তোরাঁয়
লোভনীয় খাবারের যে পসরা সাজানো যত্রতত্র
তা শরীর এবং স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ?
ফাস্টফুড ও মুখরোচক খাবারের
ক্ষতিকারক উচ্চ কলেস্টেরল আমার হৃদরোগে
মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে প্রতিদিন।
আর বোধহীন আমি অবোধ-ই রয়ে গেলাম!
মোঃ আইনাল হক
রাজশাহী, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
31-07-2022
-
-