পাখির ঠোঁটে প্রাণের শিস যদি থাকে চাঁদের চোখের বেলকনিতেনক্ষত্রের তাজমহল যদি থাকেঅরণ্যের কুয়াশাজড়ানো কপোলেরোদের তিলক যদি থাকেপাহাড়ের নরম মৃত্তিকায়সূর্যের তপ্ত আদর যদি ঘুমিয়ে থাকেপ্রজাপতির রকমারি বিমোহ ডানায়ঈশ্বরের অরূপ অমরাবতীরআল্পনা যদি থাকেআমি তোমার সোঁদা মাটিরগন্ধে ভরা শরীরের ভাঁজে ভাঁজেভাওয়াইয়া আর ভাটিয়ালিরসুর তুলে দেবোতুমি কী জানো তোমার বিন্দু বিন্দু পসিনা ভরাবাঁশির মতো চিত্রার্পিত কোমল নাকেরচপল নোলকেচর্যাপদের অবিনাশী শিল্প দোলে দোলে দোল খায়ভালোবাসার ঢেউ তুলেআমার কলিজার নিরম্বু নিজন গহীনে ? মুতাকাব্বির মাসুদ২২-০১-২০২৩শ্রীমঙ্গল, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa