অটোয়া, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০২৪
জন্মদিনের আনন্দে আমন্ত্রণ - শিরীন সাজি

টোয়ার প্রকৃতি পাল্টে যাচ্ছে । সামারের পর হঠাৎ Fall, পাতাদের রং পালটাতে না পালটাতেই এসে যাচ্ছে শীতের হাওয়া। সোমবার  ভোর রাতে এবারের প্রথম তুষারপাত ছুঁয়ে গেলো, বলে গেলো আসছি। আগামী ৫/৬ মাস শীতের চাদরে মুড়েই চলতে হবে। চাইলেই নদীর কাছে হাঁটতে যাওয়া যাবে না। ডাউনটাউনের ব্যস্ত রাস্তায় হাঁটা যাবে না। শুরু হবে ঘরে ঘরে ছুটির দিনের আড্ডা, গান, গল্প।

চলতে হবে। যেভাবে চলতে শিখেছি এই তুষারপাতের দিনে। জানালার বাইরে জীর্ণ শীর্ণ গাছগুলোর দিকে তাকিয়ে মন কেমন করলেও কবি শেলীর সেই বিখ্যাত কবিতা Ode to the West Wind এক শেষ লাইনটা শক্তি দেবে, “If winter comes, can spring be far behind? “

মানুষ আমরা যখন বাঁচি, সেই বেঁচে থাকায় আশা থাকে। তীব্র হতাশায় ডুবে যাবার আগেও সমুদ্রের নাবিক যেভাবে লাইটহাউস দেখে সাহস পায়, আমরাও কিছু সমমনা মানুষ দূর্বার কফির আড্ডায় বসে জীবনের জয়গান গাই।

জীবন ফুরিয়ে যাচ্ছে দ্রুত। এর মধ্যেই প্রতিদিনের বেঁচে থাকার নানা আয়োজন তো থাকছে। থাকবে।
প্রিয় অটোয়াবাসী সুধীজন এবং বন্ধুরা,
অটোয়ার এখনকার একমাত্র বাংলা সাহিত্য পত্রিকা "আশ্রম" (ashrambd.com) এর ১৫ বছর উদযাপন উপলক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার এ অটোয়ার কার্লটন ইউনিভার্সিটির কৈলাস মিত্তাল থিয়েটার এ এক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে।
অনুষ্ঠানে অংশ নেবে আমাদের অটোয়ার প্রিয় গানের শিল্পী এবং আবৃত্তিকাররা।
অটোয়া সহ আশেপাশের অন্যান্য শহরের বাংলা ভাষাভাষীদের উপস্থিতি কামনা করছি। আপনার টিকিটের জন্য যোগাযোগ করুন।

আপনাদের সবার জন্য বর্ণালী পাতার শুভেচ্ছা। “আশ্রম”এর জন্মদিনের আনন্দে সবাই মিলে আনন্দ করি।

"আশ্রম পড়ুন,
আশ্রম এ লিখুন"

শিরীন সাজি
সম্পাদক
আশ্রমবিডিডটকম
অটোয়া, কানাডা