ইচ্ছে আমার - ফারজানা পারভীন
তোমার মতো করে ভাবতে চাই আমিও;
আটকে যাই তোমার তীক্ষ্ম দৃষ্টির মায়াজালে ভাবনাগুলো পাখা মেলে ছুঁতে চায়
ছুঁতে চায় বহুদূর- নীল, নীল মেঘেদের বাড়ি
ঝিরিঝিরি হাওয়া বয় বৃষ্টিরা কথা কয়
উচ্ছ্বাস ঝরে পড়ে উঠোনে তোমার
ঘাসে- বারান্দায়, মিলে- মিশে একাকার
চোখের গহীনে তখন আসন্ন সন্ধ্যার ভিড়
গভীর নিশিথে চাঁদের আলোয় খুঁজি নীড়।
গোধূলির গাঢ় কমলা রঙ চুঁইয়ে চুঁইয়ে পড়ে
আবীর ছড়িয়ে দেয় কপোলে আমার
ললাটের ঠিক মাঝখানে আঙুলের ফোঁটায়
আবীর রাঙা টিপ আঁকতে ইচ্ছে করে খুব
যে জমিন তোমার স্পর্শের অপেক্ষায়।
অন্ধকারে জমে যাওয়া মনের সরোবরেও
ঢেউ তোলে কৃষ্ণের বাঁশির সুর
কাঁদে মন; তছনছ হয়ে যায় রাধার বৃন্দাবন
হারাবার ভয় ভেঙ্গে খানখান হয়
কংশ নদীর জল ছুঁয়ে ছুঁয়ে ইচ্ছে করে খুব
পৌঁছে যেতে তোমার সীমানায়।
ফারজানা পারভীন,
বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
08-01-2025
-
-