সময়টা দুই হাজার চব্বিশ - খুরশীদ শাম্মী
ইরিধানের মতো জামাতি বৈয়ামে বামাতি চাষ
হয় দেদারসে আজকাল,
প্রতিহিংসার জলে এক চিমটি স্বার্থ গুলিয়ে দিলেই
ফেঁপে ওঠে লাল বিপ্লব।
এত স্বল্প ব্যয়ে বাম্পার ফলন আমীরের মনে
জাগায় আশ্বাস,
'পাইয়াছি এক হাভাতের দল, ন্যায়-নীতি নয়
বলে শুধু, 'কতদিন প্যাটে পড়ে নাই ভাত। ''
খোশমেজাজে আঙুল ফোটায়, ঢেকুরও তোলে ঘন,
'বিষের কাঁটায় বিষ ঝরাব।'
আহা!
আমীরের কী এক বিস্ময়কর ভাব।
চৌকশ মহাজন অতৃপ্ত বেদনায়
কাঁদে নিরিবিলি,
জীবনটা-ই বৃথা যদি না পাই ক্ষমতা
কেমন করে তা জনসম্মুখে বলি?
ভুঁড়ি নেড়ে কয়, মাথা তো চুলকায়
হোক এবার ষড়যন্ত্রের রাজনীতি।
বিদ্যা, শিক্ষা নয় কিছু আর
ধর্ম তবে অনন্য হাতিয়ার,
টাকাকড়ি না হয় হলো অপচয়
আঁধারের সাথে আপস করিবার।
অধিকারের বুলি দিয়াশলাইয়ের কাঠি
সহজে লয় লুফে তরুণ সমাজ,
মোহঘোরে ওরা দিবানিশি বকে প্রলাপ
সংগ্রাম, ওহ সংগ্রাম!
অদৃশ্য অনুচর চালায় গুলি
শহীদ খেতাবে কাতারবন্দি লোভী ও নিরীহ প্রাণ,
দু'য়ে দু'য়ে চার যখন মেলায় জনগণ
শাসকের কুরসিটা এরইমধ্যে হয় বেহাত।
আগুনের শাসন দাউদাউ জ্বলে এতদিন
পুড়েছে যত জঞ্জাল,
অহেতুক অবহেলায় সাথে পুড়েছে কিন্তু
মূল্যবান কিছু বিশ্বাস।
পোড়া কয়লায় পাহাড় জমে বেড়েছে
যত উঁচু,
চশমার কাচে জমেছে অবিশ্বাসের ছাই ঠিক
তত ইঞ্চি পুরু।
দৃষ্টির আড়ালে চাপা পড়া সত্যের হয়নি
সঠিক মূল্যায়ন,
মিথ্যার স্রোতে ভেসে গেছে শেষমেশ
যতটুকু ছিল অর্জন।
শাসকের বিদায়, অর্বাচীনের বিজয়
আনে না কখনো শান্তি,
চারিদিকে চালাচালি শুধু আমিষ নিরামিষ
অযথা উক্তি।
মহাজন, আমীর, প্রতারকদল সব
করেছে এক চুক্তি,
স্বাধীনতা নয়, জন্মশত্রু পাকিস্তানেই
ওদের মহা ভক্তি।
ব্যর্থতার ভারে স্বাধীনতা কাঁদে
দিশেহারা সকল শক্তি,
আঙুলের ফাঁকে বামেরা তবুও নাচে
হারিয়ে সকল যুক্তি।
চণ্ডাল কভু পারে কি দমিতে
শান্তিপ্রিয় মানুষের মুক্তি?
জনগণ আজও নির্দ্বিধায় বলে
একাত্তরের স্বাধীনতা-ই সত্যি।
খুরশীদ শাম্মী
টরন্টো
এপ্রিল ৫,২০২৫
-
ছড়া ও কবিতা
-
12-04-2025
-
-