কাছে এসো নাযেমন আছো তেমনই থাকোকাছে এসো নাতুমি কাছে এলে...উচ্ছাসে উপচে পড়া নীল সমুদ্রভাসিয়ে নিবে সকল লোকালয়আকাশের সব নক্ষত্র গতি হারিয়েগেয়ে উঠবে মিলনের কোরাস সংগীতকাছে এসো নাতুমি কাছে এলে... চির বসন্ত পৃথিবীতেশিমুল পলাশেরা থেকে যাবে সারাবছর দেবতার সামনে মন্ত্র থামিয়েহঠাৎ ভাল মানুষ হয়ে যাবেভন্ড কোন পূজারীকাছে এসো নাতুমি কাছে এলে...শঙ্খ মালার হার পড়াব তোমার গলায়কপালে দিব বনমালী টিপবুকের সুরভীতে তোমার...নিভে যাবেশতাব্দী প্রাচীন অমৃত দহন...কাছে এসো নাযেখানে আছো সেখানেই থাকোঠিকানাহীন...অনার্য পূরাণের পাতায়...যদি কাছে আসো...তাহলে হাতে হাত রেখেহেঁটে যাব আমরাহাজার বছর... অচেনা রোদ্দুরে...।। ফরিদ তালুকদার টরন্টো, কানাডা।
Ashram Bengali Magazine, Ottawa