অটোয়া, শুক্রবার ২৯ মার্চ, ২০২৪
শিরোনামহীন - ফরিদ তালুকদার

সব কিছুই ঠিকঠাক হচ্ছে
সব কিছুই ঠিকঠাক হবে।

কোন এক প্রেমিক নূতন আর একটা কবিতা পড়ে শোনাবে তার প্রেমিকাকে
কোন এক সুরের যাদুকর বাঁধবে নূতন কোন সুর
বিখ্যাত কোন চেলোইস্ট তার ছিঁড়ে যাওয়া তারে তুলবে নূতন কোন ধ্রুপদী সংগীত
নব্য জনপ্রিয় কোন র‍্যাপিস্টএর শব্দের তালে তালে উন্মাতাল হবে বোঝা না বোঝা সব ভক্তের দল

সবই হবে, ঠিকঠাক
যেমন হচ্ছে। 

নির্বোধ কোন নওজোয়ান হাতে তুলে নিবে 
আত্মধ্বংসী মারনাস্র
বারুদের বাষ্পে ধূসর হবে শিল্পীর ক্যানভাস
শিশুর নিঃশ্বাসে থাকবে 
রাসায়নিক মারনাস্রের বিষক্রিয়া 
ক্ষমতা আর পুঁজির বেনিয়ারা 
ব্যারেলের বিনিময়ে সওদা করবে 
মানুষের জীবন।

কোন এক ব্যাক্তি সন্ত্রাসীর প্রতিশোধ নিতে
রাষ্ট্রীয় সন্ত্রাস হত্যা করবে অগুনিত নারী ও শিশু
ধর্ম, গনতন্র, মানবতা, শান্তির নামে ঝড়বে রক্ত
পৃথিবীর আনাচে কানাচে।

কিছু নিন্দা বাক্য উচ্চারিত হবে
অবশ্যই...
শীতাতপ নিয়ন্ত্রিত কোন কক্ষ থেকে।

সভ্য পৃথিবীর এইসব সম্ভাষন দেখে
পরাজিত কোন পাঁড় মাতাল 
হাতে নিবে দ্বিতীয় বোতল।

হবে, সবকিছুই ঠিকঠাক হবে
যেমন হচ্ছে।

সৃষ্টি বিভোর এই পৃথিবীর অনেক খবর
পত্রিকার হেডলাইন হবে
টিভির পর্দায় সুকন্ঠী কোন পাঠিকার 
সংবাদ শিরোনাম হবে 
আগামীকালের প্রহসনের নির্বাচন।

কেবল,- কোন খবরে থাকবেনা
নামহীন শিশুর এই নিথর দেহ।

চৌধুরী পাড়ার মোড়ে ঐ আবর্জনার স্তূপে
উচ্ছিষ্টের জন্যে সে আর নেড়ি কুকুর 
পাশাপাশি প্রায়শই..
আবর্জনার স্তূপে একা এখন নেড়ি কুকুর..!

ব্যাস্ত পৃথিবীর এই সকাল 
কেউ দেখে চলে যায়
কেউ খানিক থমকে দাঁড়ায়
একটু উৎসাহী কেউ বলে
পরিচয় জানো?

স্বগোতক্তি করে বলি নিশ্চয়ই..
মানুষের সভ্যতায় সাজানো এই পৃথিবীর,- 
"পরিহাস"---ওর পরিচয়

জীবনের সাদা রেখার নীচে সব সময় যাদের অবস্হান।।

ফরিদ তালুকদার
টরন্টো, কানাডা।