একদিন.. অনেক অনেক আগে একদিন..শরাহত পাখির মত যখন মাথা ঠুকে পড়েছিলামলুন্ঠিত স্বপ্নের কফিনে..পথ হারানো কোন ফাগুন পবনঅর্ধচেতন আমার কানে কানে বলেছিলো..‘প্রকৃতিকে ভালোবাসো’..প্রতিদান পাবেহাজার বছরে যা পাওনিসেই শান্তির ঘুম হবে তোমার..প্রতিদান চাইনি..তবে শান্তির ঘুম পেতে চেয়েছিলাম দীর্ঘ শান্তির ঘুম..মৃত্যু কি শান্তি..?প্রকৃতিকে ভালোবাসা কি শান্তি..?স্বপ্নহীন জীবন মেনে নেয়া কি শান্তি..? মৃত্যু ভালোবাসা কিনা জানিনা জানি সে আসবে ই একদিন তাই খুঁজতে যাইনি..সেদিন থেকে আমি প্রকৃতিকে ভালোবাসতে চেয়েছিসেদিন থেকে হৃদয়ের চাওয়টাকেনিঃসীম শূন্যের আকাশ করতে চেয়েছি..কিন্তু এখনো আমার ঘুমে দুঃস্বপ্ন তাড়া করেএখনো আমি চিনতে পারিনি সত্যিকারের ভালোবাসা কি..?এখনো বুঝিনা কোনটা প্রতিদান আর..কোনটা প্রকৃতির পরিহাসফুটপাতে পড়ে থাকা শিশুর কঙ্কালসে কি প্রকৃতি..?নাকি এই প্রেত সভ্যতার জলাঞ্জলি..?সে কি আমার খুন হয়ে যাওয়া স্বপ্ন হৃদয়..?আমার ভালোবাসা..আমার নিদ্রাহীন রাতের খসে পড়া তারা..!? ফরিদ তালুকদারটরোন্টো, কানাডা।
Ashram Bengali Magazine, Ottawa