অটোয়া, শুক্রবার ২৯ মার্চ, ২০২৪
ডেঙ্গু -বজলুস শহীদ

কেউ বলে ডেঙ্গু,
আমি বলি ডেঙ্গি
নামে কিবা যায় আসে 
মরে লোক কার কি!

কোথা পেলে ডেংগু?
হুজুগে মেতো না, 
ডেংগু ডেংগু বলে
দিও নাক যাতনা।  

একটু আরামে আছি
মেয়রের গদিতে
নকল ঔষধ আনি 
জনদায় শুধিতে।

ভিসি সাহেব ঝাড়ু হাতে
ডাক দেয় সাথীদের
চলে আয়  সহচরী
ফটোছেশনে  মাতিরে!

কার ঝাড়ু কত বড় 
সংবাদে স্হান পায়
এডিস হেসেই বলে 
আয় দেখি কাছে আয়!

রুগী এসে ভরে যায় 
হাসপাতাল বিছানায়,
ডাক্তার নার্সরা রুগী নিয়ে 
খাবি খায়।

বিশাল বাজেট আসে 
প্রকৌশলী মজা পায় , ফগারের ধোঁয়া মারে 
করিডোরে আঙ্গিনায়। 

মশা ভাবে মশকরা 
আজ পায় কে আমায়?
ঝোপঝাড় ফেলে মশা
ঘরে ঘরে ধেয়ে যায়।

এ ভাবেই চলছে
চলে যাবে এভাবেই
হায়রে সোনার বাংলা  
নেবে এর দায় কে?

বজলুস শহীদ
৬ আগস্ট, ২০১৯. 
অটোয়া, কানাডা।