তুলসিপাতার গুণাবলীতে ভরপুর এবং পরিচয়ের দিনেই লক্ষ্য করিসংবাদকর্মীর মতো উৎসুক চোখের চাহনিতুলসিপাতার গুণাবলীতে ভরপুর তুমি।যে কেউ অনায়াসে মিশে যেতে চাইবে নিজেকে খুজে পাবে না,অন্য কোথাওমিছিলে গিয়ে যে ভাবে ঘরে ফেরে নাআজকাল বিরোধী দলের কর্মী। তোমার সিঁথিপথ যেনো অচেনা আইভিলতা, তবুও তোমার প্রেমে বারবার পড়ি।কাপুরুষের লিঙ্গান্তর হয় নাকবিতার চরণ লিখতে না পারায়পাহাড়ের সঙ্গমে গিয়েছিলাম, তখনি খবর আসেএ্যানাকোন্ডা নাকি ভর করেছে ময়ালের দেহেকেউ কেউ উল্টো বলেছে,তাও শুনেছি।সিন্ডিকেট করে জমি দখল মহড়ায়যৌবন হারিয়ে পাহাড়ও যেনো সমতলকিছু মানুষের মতো দেখতে পরজীবির মৃত্যু।সেখানে কয়েকজন ধর্ষক ছিলোতারা ছেলে নাকি মেয়ে,নাকি অন্যকিছু ?গণমাধ্যমে শিরোণাম-কাপুরুষের লিঙ্গান্তর হয় না।এনাম রাজু । বনানী, ঢাকা
Ashram Bengali Magazine, Ottawa