অটোয়া, রবিবার ৪ জুন, ২০২৩
এনাম রাজু-র কবিতা

তুলসিপাতার গুণাবলীতে ভরপুর 

এবং পরিচয়ের দিনেই লক্ষ্য করি
সংবাদকর্মীর মতো উৎসুক চোখের চাহনি
তুলসিপাতার গুণাবলীতে ভরপুর তুমি।

যে কেউ অনায়াসে মিশে যেতে চাইবে 
নিজেকে খুজে পাবে না,অন্য কোথাও
মিছিলে গিয়ে যে ভাবে ঘরে ফেরে না
আজকাল বিরোধী দলের কর্মী। 

তোমার সিঁথিপথ যেনো অচেনা 
আইভিলতা, তবুও তোমার প্রেমে বারবার পড়ি।

কাপুরুষের লিঙ্গান্তর হয় না

কবিতার চরণ লিখতে না পারায়
পাহাড়ের সঙ্গমে গিয়েছিলাম, তখনি খবর আসে
এ্যানাকোন্ডা নাকি ভর করেছে ময়ালের দেহে
কেউ কেউ উল্টো বলেছে,তাও শুনেছি।

সিন্ডিকেট করে জমি দখল মহড়ায়
যৌবন হারিয়ে পাহাড়ও যেনো সমতল
কিছু মানুষের মতো দেখতে পরজীবির মৃত্যু।

সেখানে কয়েকজন ধর্ষক ছিলো
তারা ছেলে নাকি মেয়ে,নাকি অন্যকিছু ?
গণমাধ্যমে শিরোণাম-কাপুরুষের লিঙ্গান্তর হয় না।

এনাম রাজু । বনানী, ঢাকা