উষসী সকাল-খোলা খিড়কিঅসংযত রোদের পদাবলিসূর্যমুখী আম-কপোলে লিখি নামজানিনে কোন খেয়ালে!কার নাম-কেনইবা লিখি?যাই লিখি শিশির তরঙ্গে তোমার নামচিদ্রুপে চিত্রার্পিত হয় উল্লোল বাতাসেআড়ালে ঘাসের নরম শরীরে-ঝরে পিঙ্গল পল্লবেদুর্জ্ঞেয় প্রণয়ের কবোষ্ণ নিশ্বাস!ব্যাকুল চিদাকাশ-নীলনীল মেঘের ঢেউতোমাকেই খোঁজেযেমন নীলাভ্র খোঁজেউদ্দাম উত্তাল সাগরের নীলতুমি আমার না লেখা-হৃদয়ে লুকোনো সেই পাণ্ডুলিপিযত লিখছি আরো লেখি-লিখে যাই অনাদি অনন্তএ লেখার শেষ নেই হয়তো !দিনের শেষে সন্ধ্যা কিংবা মধ্যরাতেমধ্যবয়সী চোখের চাতালেচশমার ভারি লেন্সের সাটারে তোমার আল্পনাঘনমেঘের জলে ঘনঘন মুছে যায় অনুক্ষণ!অনুক্ত কোন্ খেয়ালে কে জানে ?চোখের উঠোনে সেই কবে বর্ষা এসেছিলছেঁড়া কাগজের নৌকা ভাসিয়েছিলামতুমি আর আমিসেই নৌকা আজ আর নেই!বুকের ভেতর মধ্যখানে দক্ষিণে যতনেগোছানো নদীর জলে হারিয়ে গেলোতুমি রয়ে গেলে হৃদয়ে লুকোনোবিমূর্ত প্রেমের পাণ্ডুলিপির মতোযেনো এক অজ্ঞাতনামা-হারানো বিজ্ঞপ্তি !মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa