অটোয়া, শুক্রবার ২৯ মার্চ, ২০২৪
আপনালয়ই নিরাপদ জেল - কাব্যগ্রন্থ

ধরণঃ কাব্যগ্রন্থ
প্রকাশনিঃ চমনপ্রকাশ
প্রচ্ছদঃ দেওয়ান আতিকুর রহমান
মূল্য-১৮৫

"কবি এনাম রাজু নিঃসন্দেহে একজন শক্তিমান কবি। আমার বিশ্বাস সে যদি লেখালেখিটার যত্ন করে এবং পড়াশুনা করে তবে সে সময়কে অতিক্রম করবে" বলেছিলেন বহুমাত্রিক লেখিকা ও ভাষাসৈনিক অধ্যাপিকা চেমন আরা। কবি এনাম রাজু বর্তমান সময়ের খুব পরিচিত কবি ও গল্পকার।  একুশে গ্রন্থমেলা 2020 এ চমনপ্রকাশ এর ব্যানারে প্রকাশিত হয়েছে তার চতুর্থ কাব্যগ্রন্থ "আপনালয়ই নিরাপদ জেল"। সময়ের সকল স্রোতকে উপেক্ষা করে কলমের ডগায় তুলে এনেছেন কবি তার বিবেকের ফসল। 6 ফর্মার বইটির প্রতিটি কবিতাই সমাজের কথা বলে, বলে প্রকৃতির অপার সৌন্দর্যরূপের কথা। তুলির আচড়ে সমাজের নানান ব্যাধির কথার পাশাপাশি কয়েকটি প্রেমের কবিতাও স্থান পেয়েছে বইটিতে। বইটি যে কোনো শ্রেণীর পাঠককে কবিতার প্রতি দরদ সৃষ্টিতে ভূমিকা রাখবে। 
বইটি পাওয়া যাবে একুশে গ্রন্থমেলার 719 নাম্বার স্টলে।

ঢাকা, বাংলাদেশ