অটোয়া, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০২৪
ক্ষমা করো পিতঃ, ক্ষমা করো – মুহম্মদ বজলুস শহীদ

মি বহুদিন তোমার কথা বলি না, 
বহুদিন তোমাকে নিয়ে আর 
কোন স্বপ্নও দেখি না। 
অথচ এই আমি, তোমার ছবিটাকে বুকে রেখে হেঁটেছি অবিরাম, কামানের গোলার সামনে ট্রিগারে রেখেছি নখ, মনে হত-তোমার ছবিটা যে বুকে থাকে, তাকে কামানের গোলা 
স্পর্শ করবে না, ছুঁবে না তাকে 
কোন অশরীরী ছায়া। 
আমি ঘোর অমবশ্যার রাতে হেঁটেছি একাকী, দেখেছি দূরলোকে তুমি জেগে আছ, 
দুগ্ধ প্রস্রবণ আকাশে তোমার আলোকিত ছবি। 

আমি মাটিতে কান পেতে পেতে, 
একাত্তরের সাথীদেরকে ডেকেছি প্রতি রাতে।
আবেদ, আফাজ, তোরা উঠ দেখ আকাশে দেবতার ছায়া, আমাদের পিতার ছায়া!

ওরা ডাক শুনে বলতো
তুই ঘুমাসনি কেন? রাত জেগে কী লাভ বল!

এখনো মাঝে মধ্যে কান পাতি নিস্তব্ধ কবরে,
ওরা বলে - পিতার  নাম আজ গ্রাস করে ফেলেছে কতকগুলো ভয়ার্ত অজগর,
বিষধর সাপ।
কতকগুলো বারবণিতার মুখে আজ তোমার নাম, কতকগুলো পুরুষ বেশ্যা তোমার নামে খুলেছে আজ মাতাল সরোবর। 
তাহলে আমি কেমনে উচ্চারণ করি তোমার বিশুদ্ধ নাম, কেমনে লিখি ক্রুশবিদ্ধ মুজিবের  কথা!

আমার সমস্ত অহংবোধ আজ নিপতিত, ভালবাসা ভুলে গেছি, স্বপ্ন ভুলে গেছি,
প্রতিবাদ ভুলে গেছি 
ভুলে গেছি একাত্তর, পঁচাত্তরের কালো রাত
তুমি ক্ষমা করো পিতঃ ক্ষমা করো। 

মুহম্মদ বজলুস শহীদ
১৭ মার্চ,২০২০
অটোয়া, কানাডা।