অটোয়া, শুক্রবার ১৭ মে, ২০২৪
গাধা ও মানুষ - মহম্মদ সফিকুল ইসলাম

গাধা মনিবের কথা মন দিয়ে শোনে কি না 
বোঝা মুশকিল;
তর্কবিতর্ক শোনে,
শুনতে শুনতে হাসে,
হাসতে হাসতে গড়িয়ে পড়ে;
চিঁয়ি শব্দ করে ডাকলে বোঝা যায় সায় দিচ্ছে
কিংবা ভীষণ রেগে প্রতিবাদ করছে।

গাধারও রাগ প্রতিবাদ আছে
ইগো আছে
অভিমান আছে
দুনিয়ার ভার ওর পিঠে চাপিয়ে দাও মানুষের মতো 
টেনে নিয়ে যাবে;
বোবার মতো কিচ্ছুটি বলবে না,
ঘর্মাক্ত শরীরে কষ্ট সয়ে একচুলও হেলবে না,
সাহায্য চাইবে না,
দায়িত্ববান মানুষের মতো কর্তব্য করে যাবে।

মাঝমধ‍্যে প্রশ্ন জাগে, আসলে গাধা কি মানুষের মতো?
না কি মানুষ গাধার মতো?

মহম্মদ সফিকুল ইসলাম
গোলাবাড়ি বাজার
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত