অটোয়া, বুধবার ২২ জানুয়ারি, ২০২৫
বঙ্গবন্ধু - মাহফুজ ইমরান

তুমি শতাব্দীর বীর
বাঙ্গালির শির,
তোমাকে রুখতে পারেনি দস্যুর তীর
তুমি বিজয় বীর
সংগ্রামী সুর
নব চেতনার ডাক
যুগান্তরের জয়োল্লাস।
আজো শুনি তোমার পদধ্বনি
তোমার কাছে চির ঋণী
দেশ ও দেশের মাটি
আমার বাঙ্গালী।
চিরদিন রাখব স্মরণে
শ্রেষ্ঠ আসনে।
ভুলব না তোমাকে
সাজাবো ফুলের মালাতে,
কাল্পনিক রেখাতে।
তুমি বাঙ্গালীর অনুপ্রেরণা
বাঙ্গালির আদর্শ।
তোমায় নিয়ে লেখা
ইতিহাসের পাতা ভরা।
তোমায় নিয়ে বলে কথা,
কতো গুনী মহাজন।
আমি বলি তুমি মহান নেতা,
বিশ্ব বন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি জাতির কর্ণধার
ইতিহাস করে প্রমাণ।
তোমার কাছে শিখেছে জাতি আত্মদান,
করুনা চায় না ভিক্ষা।
উৎসর্গ করে জীবন
ছিনিয়ে আনবে বিজয় বাহন,
জয় করিবে সব ভীতি সংকুল পথ
ইনশাআল্লাহ।
তুমি মহত্ত্বের মহিমা
আমাদের গৌরব
চেতনার বৈষ্ণবী
শ্রেষ্ঠ বাঙ্গালী।
তোমার সংগ্রামী সুর মুক্তি কামি,
জাতির জন্য জাদুর কাঠি।
তুমি ছিলে না স্বার্থান্বেষী
ছিলে ত্যাগের তেজস্বী কল্যাণ কামী।
তোমাকে ভুলবে না জাতি,
তুমি বাঙ্গালীর হৃদয়ে অমর সৃষ্টি।
জাতির জন্য করেছ আত্মত্যাগ
শিখিয়েছ আত্মদান মহত্ত্বের সমান,
পরিশেষে দিয়ে স’পরিবার জীবন!
ভয় নাই নাই, নাই পরাজয়
সর্ব কালে তোমার জয়।
শ্রদ্ধা ভরে স্মরণ করি 
এ জাতির মুকুট তুমি
বাঙ্গালির হৃদস্পন্দন
শেখ মুজিবুর রহমান।
চারদিকে ছড়িয়ে আছে সুনাম
তোমাকে হাজার সালাম।
যারা রটাবে তোমার বদনাম
দেশদ্রোহী রাজাকার দুশমন,
তুমি বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান।
তোমার কন্ঠ শুনি মুক্তির গান,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম  স্বাধীনতার সংগ্রাম।

মাহফুজ ইমরান। মাদারিপুর