অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
তবুও হয়নি দেখা - প্রদ্যোৎ সেন

নেক দেখেছি আমি–
তবু মনে হয়, কিছুই হয়নি দেখা
সবকিছু রয়ে গেলো চোখের আড়ালে।

আকাশ দেখেছি নীল,
মিশিকালো রঙ তার দেখিয়াছি কত।
দেখেছি প্রভাতসূর্য পূর্বাশার তীরে
ঊষার সিঁথির সিঁদুর সর্বাঙ্গে লেপিয়া
লাজুক লাজুক মুখে উঠে আসে ধীরে।

লুকোতে দেখেছি তারে সোনালি সন্ধ্যায়
আকাশ সোনার মতো হলে।
দেখেছি তারার মেলা
হাসিহাসি শিশুদের লুকোচুরি খেলা
অপসরা অঞ্চলতলে নৃত্যপটিয়সী।

শ্বাপদ দেখেছি কত হিংস্র ভয়াল
আধেক মুদিত আঁখি স্নেহের পরশে
ঈর্ষায় কুটিল বিশ্বে। 
দেখেছি দুলিতে আমি মৃত্যুর ছোবল 
নিপুণ শিল্পীর মতো বাঁশরির সুরে।

ঘাতক দেখেছি কত–
হায়েনার হাসিমুখ, মানুষের বেশে।
এত যে দেখেছি,
তবু মনে হয় কিছুই হয়নি দেখা।

তৃষিত নয়ন দুটি কারে খুঁজে ফেরে 
আকাশে, সাগরজলে, অরণ্য, পর্বতে। 
এ কী মোহ! এ কী লোভ! সর্বনাশা খেলা!

কামনার রঙে রঙে যুগ যুগ ধরে 
তিলে তিলে রচিয়াছি পৃথিবীর রূপ!
মাঠঘাট, গাছপালা, স্থাবর-জঙ্গম 
সবার বিধাতা আমি বিশ্ব চরাচর। 
আপনা হারায়ে তাই খোঁজে আপনারে,
তৃষিত নয়ন দুটি-
অপরূপ রূপ তার দেখিবারে চায়!

প্রদ্যোৎ সেন। বাংলাদেশ