অটোয়া, শনিবার ২৭ জুলাই, ২০২৪
কবি সুলতানা শিরীন সাজিকে “আশ্রম”এর সম্পাদকের দায়িত্ব প্রদান – কবির চৌধুরী

টোয়া, কানাডা থেকে প্রকাশিত একসময়ের কাগজের ছাপা পত্রিকা “আশ্রম” এখন অনলাইন সাহিত্য পত্রিকা। গত কয়েক বছর থেকেই আমরা চেষ্টা করছি কানাডা থেকে প্রকাশিত “আশ্রম”কে একটি মননশীল সাহিত্য পত্রিকা হিসেবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে পৌঁছে দিতে। সেই তাগিদ থেকেই আমরা আমাদের প্রিয় আরশীনগর অটোয়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ, আশ্রমের এক সময়ের নিয়মিত লেখক কবি সুলতানা শিরীন সাজিকে “আশ্রম” এর সম্পাদকের দায়িত্ব নিতে অনুরোধ করি। আজ আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, কবি সুলতানা শিরীন সাজি আমাদের আহবানে সাড়া দিয়ে আপনাদের প্রিয় পত্রিকা “আশ্রম” এর সম্পাদক এবং একইসাথে ফেইসবুকে আশ্রম এর পেইজ , Ashram Magazine এর এডমিন হিসাবেও দায়িত্ব নিতে রাজী হয়েছেন। “আশ্রম পরিবারে”র একজন হিসাবে তিনি সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে বলেন, “তিনি তার সাধ্যমত সময় দেবেন। তিনি আশা প্রকাশ করেন, কানাডা এবং সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী লেখক, কবি, সাহিত্যিকরা আশ্রম email address: ashramottawa@gmail.com অথবা ashrambanglamagazine@gmail.com  এ লেখা দিয়ে এই পত্রিকার প্রচার এবং প্রসারে পাশে থাকবেন”। 

আশ্রম এবং সাজির আত্মীক সম্পর্ক সেই ২০০৯ সাল থেকে, পত্রিকার জন্মলগ্ন থেকে। আমি যখন অটোয়া থেকে একটি পত্রিকা প্রকাশের আগ্রহ এবং ইচ্ছা প্রকাশ করি তখন যে লোকটি কোনকিছু চিন্তা না করেই বলেছিল, “শুরু করেন, আমি [মিঠু ভাই] এবং সাজি আপনাকে সাহায্য করবো”। মিঠু ভাই ছিলেন কবি ও লেখক সুলতানা শিরীন সাজির জীবনসঙ্গী। কোভিডকালে ২০২০ এর অক্টোবরে আমরা হারিয়েছি শিরীন সাজি’র ২৮ বছরের জীবন সংগী মান্নান মোহাম্মদ মিঠু (মিঠু ভাই)কে। তিনি তৃতীয়বারের মত ক্যানসারের সাথে যুদ্ধ করে জীবন হারিয়েছেন।  আমি যখনই পত্রিকার কথা লিখি বা বলি তখনই মান্নান মোহাম্মদ মিঠু (মিঠু ভাই)র কথা বলি এবং লিখি। “আশ্রম”-কে একটি সৃজনশীল ও মননশীল সাহিত্য পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করতে, পত্রিকার জন্মলগ্ন থেকে যারা আমার সাথে ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন প্রয়াত বন্ধু মান্নান মোহাম্মদ মিঠু (মিঠু ভাই)। Donald Street-এর Tim Hortons ছিলো আমার এবং মিঠু ভাই-এর প্রতিদিন বিকেলের আড্ডার জায়গা এবং আলোচ্য বিষয় ছিলো “আশ্রম” এবং এর উন্নতি। আমরা স্বপ্ন দেখতাম- একদিন “আশ্রম” অটোয়ার সকল লেখক এবং সাংস্কৃতিক কর্মীদের একটি মিলনস্থান হিসেবে সবার হৃদয়ে জায়গা করে নিবে। সুলতানা শিরীন সাজির দায়িত্ব নেওয়া, আমার এবং মিঠু ভাইয়ের বহু বছর আগে দেখা “স্বপ্ন” পূরণের নতুন যাত্রা…

শুভেচ্ছাসহ,
কবির চৌধুরী
প্রকাশক, আশ্রম
অটোয়া, কানাডা