কানাডাতে অমর একুশে ফেব্রুয়ারি – আশ্রম সংবাদ
কানাডার বাঙালি অধ্যুষিত বিভিন্ন শহরের মত রাজধানী অটোয়াতেও যথাযোগ্য মর্যাদায় “মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করা হয়। বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালী (বাকাওভ) এর উদ্যোগে আয়োজিত অমর একুশের এই অনুষ্ঠান গত ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় নাভান রোডের নটরডাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” গানের সাথে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন, কানাডায় নিযুক্ত বাংলাদেশ সরকারের মাননীয় হাইকমিশনার নাহিদ সোবহান, মুক্তিযোদ্ধা শাহেদ বখত ময়নু, বাকাওভের উপদেষ্টা, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং অনুষ্ঠানে আগত সুধীবৃন্দ।

মোহাবি জোয়ারদার অভয়ের দেশাত্ববোধক গান, মোহাম্মদ আহনাফ শাহরিয়ার ও সুলতানা শিরিন সাজির কবিতা আবৃত্তির পাশাপাশি ১৯৫২ সালে বাঙালির ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন করে আইয়ান আদীব চৌধুরী (বাংলায়) এবং তাসফিক হোসেন চৌধুরী (ইংরেজিতে)।
শত ব্যস্ততা আর প্রচণ্ড শীতের মাঝে মহান একুশের এই অনুষ্ঠানে অটোয়ার সাধারণ বাঙালিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে কানাডায় নিযুক্ত বাংলাদেশ সরকারের মাননীয় হাইকমিশনারের উপস্থিতি ও বক্তব্য প্রদান দিনটির প্রয়োজনীয়তা, এবং তাৎপর্যের কথা স্মরণ করিয়ে দেয়। হাইকমিশনার নাহিদ সোবহান তাঁর আলোচনায় বাকাওভের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরণের অনুষ্ঠানে আমাদের ছেলেমেয়দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অটোয়ায় একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, “কানাডিয়ান নাগরিক হিসাবে আপনারা উদ্যোগটি গ্রহণ করেন, আমরা সহযোগিতা করবো। শহীদ মিনার নির্মাণে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।” আলোচনার youtube ভিডিও দেখতে ক্লিক করুন
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সোহানা হোসেনের পরিচালনায় মুক্ত আলোচনা। কানাডায় বাঙালি পরিবারে জন্ম নেওয়া ছেলেমেয়েদেরকে কিভাবে বাংলা শেখায় আগ্রহী করা যায় এই বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নেন, লেখক রাশেদ নবী, লেখক মহসীন বখত, কবি সুলতানা শিরিন সাজি এবং আশ্রম সম্পাদক কবির চৌধুরী। আলোচকগণ পরবর্তী প্রজন্মকে বাংলা শেখানোর বিভিন্ন প্রতিবন্ধকতা উল্লেখ করেন এবং এই প্রতিবন্ধকতা উত্তরণের উপায় হিসাবে তাদেরকে বাংলা সংস্কৃতির সংস্পর্শে রাখার পরামর্শ দেন।
এছাড়াও অনুষ্ঠানে আগত সুধীবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বাকাওভের সভাপতি সিরাজুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক আনোয়ার হাদী পরশ এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা সোহানা হোসেন।

পরিশেষে, বাকাওভ আয়োজিত “অমর একুশে পালন” অনুষ্ঠানে, অটোয়ার লেখক, লেখকদের প্রকাশিত গ্রন্থ ও আশ্রমের প্রকাশিত ম্যাগাজিন দিয়ে সাজানো বইয়ের স্টলটি আমাদেরকে অটোয়ায় একটি একুশে বইমেলা আয়োজন করার তাগিদ দেয়। আমরা আশা করি আগামীতে, বাকাওভ এবং শহরের সৃজনশীল ব্যক্তিবর্গ, আশ্রমের লেখক, পাঠক ও শুভান্যুধায়ীরা সম্মিলিতভাবে অমর একুশে উপলক্ষে অটোয়ায় একুশে মেলা আয়োজন করতে উদ্যোগী হবেন।
আশ্রম সংবাদ, অটোয়া।
-
সংবাদ
-
01-03-2025
-
-