অটোয়া, বুধবার ১৬ অক্টোবর, ২০২৪
আমজনতার স্বপ্ন - কবির চৌধুরী

ময়! সময়কে বুঝতে হয়। সময়কে পড়তে হয়। যারা তা করতে পারে, তারাই বিজয়ী হয়। তেমনিই এক সময় ইংরেজী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাস। বাংলাদেশের জনগণের অনেকের কাছে বিস্ময়ের মাস। অনেকের কাছে পুরাতনকে বাদ দিয়ে নতুনকে আলিঙ্গনের মাস! বরণের মাস। জুলাই মাসের 'কোটা সংস্কার' আন্দোলন কেমন করে আগস্ট মাসে 'সরকার পরিবর্তনের' আন্দোলনে রূপান্তরিত হলো- তা এক বিস্ময়। অসীম ক্ষমতার অধিকারী সরকার, দেশ-বিদেশের বিভিন্ন গোয়েন্দাসংস্থাসহ কেহই রূপান্তরের এই বাস্তব অবস্থা উপলব্ধি করতে পারেনি। আমিও পারিনি! শেখ হাসিনার সরকার এভাবে ক্ষমতাচ্যুত হবে? অকল্পনীয়। চিন্তার বাইরে! মনে হয় স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবাসি বলে, মনের মধ্যে সবসময় আওয়ামীলীগ প্রীতিই কাজ করতো। সেজন্য বাংলাদেশের অধিকাংশ জনগণের মনোভাব বুঝতে পারিনি। বুঝলেও না বুঝার ভান করেছি। তাইতো দেশ-বিদেশের অনেক বাঙালিরা যখন জুলাই-আগস্টের আন্দোলনের পক্ষে সোচ্চার, আমি তখন ‘ওসব’ কিছুই না বলে পাশ কাটাবার চেষ্টা করেছি আর মাঝেমধ্যে আমার টাইমলাইনে কিছু অগোছালো কথা লিখে রেখেছি। আগামীর বাংলাদেশ কেমন হবে জানি না। তবে বিশ্বাস করি ভালো হবে! হাজার বছর পরে জুলাই-আগস্টের কাহিনী হয়ত রূপকথার মতো মনে হবে। সেই রূপকথার ‘পক্ষে-বিপক্ষের’ অংশ হতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। জুলাই-আগস্টের ‘ফেসবুক’ পোস্টগুলোর সংরক্ষণের জন্যে স্বার্থপরের মতো “আমজনতার স্বপ্ন” প্রবন্ধের শুরুতেই ফেসবুকে প্রকাশিত 'টাইমলাইন পোস্ট' জুড়ে দেওয়ার জন্যে ‘আশ্রম’ এর পাঠকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। সোশ্যাল মিডিয়া নিয়ে আমার ছোট্ট একটি পোস্ট দিয়েই এবারের গাল-গল্পের শুরু করছি, আশা করি সবার ভালো লাগবে>>>   

সেপ্টেম্বর ২০, ২০২৪

নন্ত যৌবনা সোশ্যাল মিডিয়ায়
সত্য-মিথ্যার রগরগে মিথস্ক্রিয়ার
নিষ্ফলা কাহনে এখন
শহর-বন্দর-গ্রামের
অলিতে-গলিতে মুক্তির 
বিশদ আলোচনা।
অনাচার-অবিচারের বিরুদ্ধে
আম-জনতার 
জয়টিকা আবার
পুরাতনের মাঝে দ্রবীভূত!
হায়রে মানুষ! সৃষ্টির সেরা জীব!

জুলাই ১৬, ২০২৪

তপার্থক্য থাকবেই। তাই বলে এভাবে লাঠিপেটা আর মানুষ খুন! তেপ্পান্ন বছর পরও যদি নিজের মত প্রকাশ করলে দেশদ্রোহি বলে আখ্যায়িত হতে হয় তাহলে মানুষের অতিপ্রিয় "গণতন্ত্র" এবং "ব্যক্তিস্বাধীনতা" শব্দ দুটো ডিকশনারী নামক বাংলা অভিধান থেকে বাদ দেওয়া হোক!

জুলাই ১৭, ২০২৪

তেপ্পান্ন বছর পরে
মুক্তিযোদ্ধা 
আর 
রাজাকারের
তর্কবিতর্কের মাঝে
খুব
জানতে ইচ্ছে
করে
দেশের হাজার 
হাজার হাজার কোটি টাকার মালিক
কারা? 
তাদের পরিচয় কী?
সময় এখন 
চিন্তার
পরিবর্তনের!!!!!!

জুলাই ১৮, ২০২৪

ক্তের বিনিময়ে আয়োজিত আসন্ন আলোচনার গোলটেবিলে বাংলাদেশের
আর্থ-সামাজিক ব্যবস্থার "আমুল" পরিবর্তনের 
আলোচনা শুরু হোক____এমন পরিবর্তন, 
যেখানে স্বাধীন ভাবে কথা বলার নিশ্চয়তা থাকবে, 
সঠিক ইতিহাসে সবার কথা সমানভাবে লেখা হবে, 
হিংসা আর প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে 
"সম্প্রীতির" চর্চা হবে----

জুলাই ২২, ২০২৪

ঠাৎ করে সবকিছু
ওলটপালট!
এক বন্ধুর পর্যবেক্ষণ,
এর জন্য দায়ী আমরা!
অখাট্য যুক্তি তাহার, 
লালনপালন করে 
আমরাই যে সুযোগ দিয়েছি
এই তাণ্ডব করার!
মানুষের
ধর্মীয় অনুভূতিতে আঘাত
না করার
দোহাই দিয়ে বিশেষ একটি গ্রুপকে 
দিয়েছি
অগাধ স্বাধীনতা
সাধারণ মানুষের 
সরলতাকে
পুঁজি করে 
মহাসর্বনাশ 
করার!
এখন সময় আবার
নতুন 
হিসাবনিকাশ 
করার_____

জুলাই ৩০, ২০২৪

প্রতিবাদ আর প্রতিহিংসা কখনো এক হতে পারে না!

জুলাই ৩০, ২০২৪

"গোলাম হোসেন সাবধান" 
রক্ত দিয়ে অর্জিত পতাকার রঙ পরিবর্তন
'এটা'
কিসের লক্ষণ?

আগস্ট ২, ২০২৪

বাঙালি সত্তার 'বিকাশ' অনিবার্য!

আগস্ট ২, ২০২৪

'অনুভূতিতে আঘাত'
নামক অতীব জরুরী শব্দগুলোর
আড়ালে
প্রস্তুতি তো অনেক আগ থেকেই শুরু
হয়েছিলো, এখন শুধু
আনুষ্ঠানিকতার বাকী!
স্বাধীনদেশে
"তথাকথিত সেক্যুলার"
রাষ্ট্রটি আজ 
হাজার বছর পিছনে যাবার
দ্বারপ্রান্তে,
'গোলাম হোসেন' তুমি কোথায়? 
মুক্তিযুদ্ধের মাধ্যমে
অর্জিত ভূখণ্ডটি কি
অবশেষে তার গতিপথে
টিকে থাকতে পারবে?
হে 'বাঙালি' নিজের পায়ে নিজে কুড়াল মারো না!

আগস্ট ৩, ২০২৪

য় এক
দু'শ দু'লাখ
ক্ষমতার পালাবদল
তারপর?
ঘটনার ঘূর্ণন?
মাথায় ঘোমটা
কপালে টীকা
কে কাকে টেক্কা দেয়
পুরাতন 
না
নূতন 
সমাজব্যবস্থা...

আগস্ট ৪, ২০২৪

ক্ষ-বিপক্ষ নিয়ে 
রক্তের এই 'খেলা' 
যেন 
'শেষ খেলা' হয়।
স্বাধীন দেশের মানুষের মুক্তির অনেক কাজ এখনো বাকী----

আগস্ট ৫, ২০২৪

তিহাসিক ৩২ নাম্বার বাড়ীটি পুড়ছে! বাংলাদেশের অস্থিত্বের সাথে বাড়ীটির ইতহাস জড়িত। এটাই কী নতুন বিপ্লবের নতুন চরিত্র! ইতিহাস রক্ষা করা খাঁটি দেশপ্রেমিকের পরিচয়। মনে রাখতে হবে ৭১ বাদ দিয়ে ২৪ হবে না। ভুলকে শুধরাতে হবে। একই ভুল যেন বারবার না হয়। আশা করি নতুন প্রজন্মের নতুন স্টাইলের নতুন বিপ্লব, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এখন থেকেই রাজনীতিতে সম্প্রীতির চর্চা শুরু করবে। আপনারাই সাক্ষী দমন-পীড়ন আর প্রতিহিংসার রাজনীতি করে কাউকে ধ্বংস করা যায় না! জয় বাংলা - জয় বঙ্গবন্ধু____

আগস্ট ৬, ২০২৪

ক দেশ
অথচ
কথায় কথায়
বারে বারে
পক্ষ-বিপক্ষের কথা
সংখ্যার গননা
জাত আর পাতের 
নামে
নিজকে নিজের
কাছ থেকে আলাদা করা,
ক্ষমতার পালাবদলের 
এই [রাজতন্ত্র] মন্ত্র আর কতদিন?
মানেন না মানেন,
ছাত্র-জনতার মহামিলনের ফসল
২০২৪ এর জয়
এক মাসের আয়োজন নয়।
এ বিজয়
হাজার বছরের নির্যাতনের
প্রতিবাদে আরেকটি বিস্ফোরণ!
মানুষ চায় নিজের 
মুক্তি, কিন্তু
বারেবারে সমাজপতিরা
ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে
সাধারণের মাঝে
অসাধারণ সেজে চলে আসে।
এসেই ধ্বংস করে দেয়
সাধারণ মানুষ 
স্বপ্নচারী অকোতভয়
বিপ্লবীদের স্বপ্ন।
চুরমার করে দেয়
সব আশা আর পরিকল্পনা।
এবারের এই আয়োজনে
তথাকথিত
সমাজপতি, রাজপতি, মহাজনদের
ক্ষমতায় বসিয়ে
মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা
না করে
আন্দোলনকারী ছাত্রদেরকে
সাধারণ মানুষের 
হাজার বছরের স্বপ্ন পূরণের 
দায়িত্ব দিলে কেমন হয়??

আগস্ট ৭, ২০২৪

মার কাজের সমালোচনা করেন,
অবৈধ কাজের বিচার করেন, 
সাজা দেন, 
কিন্তু আপনার মতাদর্শী নই বলে
আমাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন না।
আমি যা আছি তাই থাকবো,
বঙ্গবন্ধুকে সব সময় মনে রাখবো।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

আগস্ট ২২, ২০২৪

ঘুরছি, 
আমি ঘুরছি
মহাবিশ্বের
একই বিন্দুকে কেন্দ্র করে
অথচ
স্বাপ্নিক স্বপ্নবাজদের সাথে
আমার যাত্রা ছিল
সমান্তরাল
সামনে যাওয়ার লক্ষ্যে
কিন্তু বারেবারে
ফিরে আসছি
একই জায়গায়
সেই জন্মান্তর থেকে [...] চলবে 

কবির চৌধুরী
সম্পাদক, প্রকাশক
আশ্রম সাহিত্য পত্রিকা
অটোয়া, কানাডা