ভালো মানুষ - মো.মহিবুল ইসলাম মহিন
সমাজে আজ বড্ড অভাব,
কাহারো মাঝে নেই আত্মতুষ্টির ভাব।
ঘুনে ধরা নষ্ট সমাজ কুঁড়ে কুঁড়ে খায়,
সবাই ব্যস্ত নিজ স্বার্থ হাসিলের খুঁজতে উপায়।
সবাই আছি মোরা শুধু আমার আমিত্বে
ফিরিয়াও চাহি না আমার চারিপাশে।
মিথ্যে খোঁজ রাখি ঐ নির্যাতিত গাঁজা,ফিলিস্তিন
খোঁজের মধ্যে নেই আমার,
পাড়া মহল্লার শত অসহায় মিসকিন।
কথার ফুলঝুড়িতে সব নৈতিকতার ভাব
সব-ই মিথ্যে, মিথ্যে স্বার্থের প্রলাপ।
মিথ্যে আভিজাত্যের অহমিকায় ভাব
দিন শেষে তারাই আপন
নষ্টদের দখলে যাদের সৎ ভাব।
নষ্টদের আস্ফালন বুঝা বড় দায়
শেষে তারাই বড়, নিজেকে বুঝায়।
সময়ের বিবর্তনে মিথ্যে আভিজাত্যের অহমিকায়
বোধগম্য ফিরে আর কিছু না নাহি পায়।
এমন সময় তাহার সম্মুখে অন্ধকার।
বুঝতে বাকি রহে না আর,
কিসে তাহার এত মিথ্যে অহংকার!
আহা! সমাজে আছে বড্ড অভাব,
ভালো নামক মানুষের সম্ভার!
মো.মহিবুল ইসলাম মহিন
বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
19-09-2025
-
-