বাকাওভের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন
আশ্রম সংবাদঃ
২২ ডিসেম্বর ২০২৪, বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালী (বাকাওভ) এর সাধারণ সদস্যদের জরুরী সভায় সাঈদ সিরাজুল ইসলাম খোকনকে সভাপতি এবং আনোয়ার হাদী পরশকে সাধারণ সম্পাদক করে বাকাওভের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি, গোলাম কিবরিয়া টিটু; যুগ্মসম্পাদক, শরীফ উদ্দিন ভূঁইয়া; কোষাধ্যক্ষ, মিতা চৌধুরী; সাংগঠনিক সম্পাদক, রায়হান আরেফিন ভূঁইয়া; সাংস্কৃতিক সম্পাদক, সোহানা হোসেন; খেলাধুলা সম্পাদক, আবুল হাশেম; তথ্য ও যোগাযোগ সম্পাদক, সাঈদা আক্তার; কার্যকরী সদস্য, জাবেদ চৌধুরী; কার্যকরী সদস্য, মোহাম্মদ হোসেন। এছাড়া সম্প্রতি উপদেষ্টা পরিষদের সদস্য সুলতানা শিরীন উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি চাওয়ায় তাঁর পরিবর্তে নুরুল আমীন চৌধুরীকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়। নতুন এই কমিটি ২০২৭ সালে বাকাওভের অনুষ্ঠিতব্য নির্বাচনের তারিখ ঘোষনার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে। উল্লেখ্য যে সংবিধান লংঘনের জন্য গত ১৭ নভেম্বর ২০২৪ বাকাওভের পূর্বের কার্যকরী পরিষদকে বিলোপ করার পরে সাংগঠনিক কাজ কর্ম পরিচালনা করার জন্য নতুন এই কমিটি গঠন করা হয়। নতুন কার্যকরী পরিষদ বাকাওভের আগামী নির্বাচনের তারিখ ঘোষণার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালীর উপদেষ্টা পরিষদ কর্তৃক আয়োজিত জরুরী সাধারণ সভায় নতুন কার্যকরী পরিষদ গঠন ছাড়াও সংগঠনের উপস্থিত সদস্যবৃন্দ বাকাওভের সংবিধানকে সম্মুন্নত ও কার্যকর রাখার জন্য উপদেষ্টা পরিষদের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তকে বৈধতা প্রদান করেন। জরুরী সভার সভাপতি কবির চৌধুরীর স্বাগত বক্তব্যের পর সভা পরিচালনার দায়িত্বে থাকা উপদেষ্টা শৈলেস দেব বাকাওভের কার্যকরী পরিষদকে বিলোপ করার যৌক্তিক কিছু কারণ উপস্থাপন করে নিম্নের দুটি প্রস্তাব পর্যায়ক্রমে জরুরী সভায় অনুমোদনের জন্য অনুরোধ করেন।
“The member of the Advisory committee move that the general members present today ratify the decision of the Advisory Committee of BACAOV, dated November 17, 2024, to dissolve the Executive Committee for non-compliance with the Association’s constitution, thereby ensuring the Association’s integrity and adherence to its governing rules” of the emergency meeting to the present members.
After a brief discussion among the members of the association the proposed motion was anonymously approved by the general members. All members agreed to the decision made by the Advisory Committee on November 17, 2024, in a crucial time to protect BACAOV Constitution.
After approval of the first motion, Mr. Deb introduced the second motion, “The member of the Advisory Committee move that, due to the dissolution of the Executive Committee, the Advisory Committee assume interim responsibility for managing the Association, including holding an election, until a new Executive Committee is elected.” Both motions seconded by BACAOV' s member Nurul Amin Chowdhury.
এছাড়া আগামীতে যেন এধরনের কোন সমস্যা তৈরি না হয় সেজন্য বাকাওভ সদস্য রিয়াজ উজ জামান প্রস্তাবিত ও জরুরী সভায় উপস্থিত অন্যান্য সমর্থনে নিম্নলিখিত প্রস্তাবগুলোর অধিকাংশই সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
The BACAOV member, Md Reaz Uz Zaman is raised and submitted written motions to the chair for amending the current BACAOV Constitution:
MOTION – 1 : Article 1 – Section 2
Read as “BACAOV By-Laws” in stead for BACAOV constitution and need to change in all pages of present constitution after approval of the motion.
[Seconded by on the motion 1: Nurul Amin Chowdhury]
Motions are commonly decided by voice vote and fully agreed unanimously.
MOTION – 2: DURATION OF ELECTED COMMITTEE [ Article VI – Section 3; Article VII – Section 2]
The Advisory Council shall be elected for a term of three (3) years instead of six (6) years by the General Members of the Association.
The Executive Committee shall be elected for a period of Three (3) years by the General Members of the Association.
[Seconded by on the motion 2: Shah Baha Uddin Shishir and Jabed Chowdhury]
Motion was passed by all members.
MOTION -3: ADVISORY COMMITTEE RESPONSIBILITY [Article VI – Section 3; Section 5]
The following powers stay with the Advisory Committee, and cannot be delegated to members or
Executive committee or special sub committee:
1. Appoint a Non-elected Executive Committee member, auditor, or financial reviewer.
2. Issue bonds and other debt obligations.
3. Approve financial statements.
4. Right of Access to social media account, organization email and website.
5. Right to dissolve/terminate the elected executive committee due to misappropriation of organization by-laws or BACAOV constitution.
[Seconded by on the motion 3: Mohsin Bakth]
Motions are commonly decided by voice vote and fully agreed unanimously.
MOTION – 4: DISQUALIFICATION FOR NOMINATON [Article VII – Section 2-Clause 9]
- Any officer who has resigned, disposed or terminated from Advisory committee and Executive committee cannot seek nomination to the member of Advisory and Executive Committee for a period of six years."
[The members debate on the motion 4 and unanimously disagreed with the motion (4) four.]
MOTION – 5: MEMBERS VOTING RIGHTS [Article VII – Section 2-Clause 5]
-Only General Members with good standing are eligible to vote in the election of the Executive Committee. Each member, eighteen (18) years of age and above, shall be entitled to two votes in person one for Advisory committee and one for Executive Committee. (Motion 6 will be replaced the wording of clause 5 under section 2)
[Seconded by on the motion 6: Sharif Uddin Bhuiyan]
Motions are commonly decided by voice vote and fully agreed unanimously.
MOTION - 6 : FINANCIAL & FISCAL MATTERS [Article XII – Section 1]
Section 1.
Clause 1: Bank Account:
-All monetary transactions shall be conducted through Bank in the name of the Organization BACAOV specifically open through consensus between Advisory committee and Executive Committee.
Clause 2: Signatories:
-All cheques or withdrawals pertaining to the outgoing funds shall be minimum of two signatories from among four members two from Advisory Council and President and Secretary from Executive Committee of whom the signatory of the Advisory Council representative will be essential. Designated two Advisors has reserved the rights to open and close the BACAOV bank account.
Clause 3: Appointment of Signatories:
-The signatories will be appointed during the first meeting after the formation of the Advisory Committee and the Executive Committee after the Annual General Meeting in elect them.
(Motion-5 amending the by-laws and adding new Article XII under section 1, and remove sentence from Article VII, Section 5, Clause 6, point 2.)
[Seconded by on the motion 6: Nurul Amin Chowdhury]
Motions are commonly decided by voice vote and fully agreed unanimously except the condition of signatories. Treasurer and President will represent the Executive Committee along with designated two Advisors from the Advisory Council.
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব অটোয়া ভ্যালীর এই জরুরি সভা এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন পুরাতন এই সংগঠনটিকে জবাবদিহি ও অন্তর্ভূক্তিমূলক করার জন্য উপদেষ্টা পরিষদ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আশা করা যায় নতুন কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদের সাথে মিলেমিশে পুরাতন এই সংগঠনটিকে গতিশীল ও কার্যকরী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে।
নিজস্ব প্রতিবেদক
www.ashrambd.com
অটোয়া, কানাডা
-
সংবাদ
-
25-12-2024
-
-