অটোয়া, মঙ্গলবার ১৪ অক্টোবর, ২০২৫
আশ্রমের লক্ষ্য ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলা - সম্পাদকীয়

ক যুগ ধরে আশ্রম এর মাধ্যমে আমরা কানাডিয়ান বাংলাদেশীদের সহযোগী হয়ে কাজ করছি কানাডিয়ান আত্ম-পরিচয়ের সাথে বাঙালি ঐতিহ্যের সংমিশ্রণ ঘটাতে। বাঙালি সংস্কৃতি, সঙ্গীত ও শিল্পীদের প্রচার ও প্রসারের জন্য আমরা বাংলা ম্যাগাজিন প্রকাশের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছি। সাম্প্রতিক কনসার্ট এর একটা উদাহরণ যেখানে অটোয়ার এবং টরোন্টো ও বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। অতীতে আশ্রম ইংলিশ, ফ্রেঞ্চ ও অন্য সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতির মেলবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে; সীমিত সামর্থ্যের মধ্যে কানাডিয়ান রেডক্রসের সাথে ঐক্যবদ্ধ হয়ে নেপালের জন্য দুর্যোগ ত্রাণ তহবিল সংগ্রহ করেছে, যা মানবিক মূল্যবোধের প্রতি আশ্রমের অঙ্গীকার প্রতিফলিত করে। এইসব উদ্যোগের মাধ্যমে আশ্রম চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশী কানাডিয়ানদের একটি প্রাণবন্ত, সেকুলার ও ভবিষ্যতমুখীন ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে।

কমিউনিটির বিবর্তনও আমরা উপেক্ষা করিনি। সংযোগ বিস্তারের অভিপ্রায়ে আমরা আশ্রমকে বাংলা থেকে বাংলা-ইংরেজি দ্বিভাষী ম্যাগাজিনে রূপান্তরিত করেছি। আমরা আশা করি এই রূপান্তরের মাধ্যমে আমরা শুধু ভিন্ন সংস্কৃতির কানাডিয়ান নয়, কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণ বাঙালিদেরও আমাদের সাথে অন্তর্ভুক্ত করতে পারব।

একটা কমিউনিটি সমৃদ্ধ হয় তখন যখন বিভিন্ন পেশাভিত্তিক ও এলাকাভিত্তিক গোষ্ঠী একে অপরের সাথে সংযোগ তৈরি করে। এই ধরণের সংযোগ কমিউনিটির ঐক্য ও সংহতি বৃদ্ধি করে।

আশ্রম তার সীমিত সামর্থ্য অতিক্রম করে এগিয়ে যেতে পারে যদি সমগ্র বাংলাদেশী কমিউনিটি ঐক্যবদ্ধ হয়ে তার প্রচেষ্টাকে সমর্থন করে। আমরা বাংলাদেশী ব্যবসায়ীদের সমর্থন  থেকে উপকৃত হয়েছি। এর সাথে যদি অন্যান্যরাও এগিয়ে আসে তাহলে আমাদের পক্ষে আমাদের কমিউনিটিকে অন্যদের কাছে উপস্থাপন করা সহজ হবে। এর জন্য শুধু আর্থিক সহযোগিতা নয়, নৈতিক সমর্থন ও সকলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

আমরা জানি কানাডা বহু-সংস্কৃতির দেশ এবং আমাদের পক্ষে সংস্কৃতির এই বহুমাত্রা অনুধাবন করা কঠিন নয়। আমাদের লক্ষ্য এই বহুমাত্রিকতার শক্তিকে অবলম্বন করে নিজেদের মধ্যে ও অন্য কানাডিয়ানদের সাথে সংযোগ শক্তিশালী করা।

যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তাঁদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের অব্যাহত সমর্থন আমাদের অনুপ্রাণিত করে। আমরা আশা করি আমাদের লক্ষ্য অর্জনে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারব। ধন্যবাদ।

আশ্রম, অটোয়া
অক্টোবর ২, ২০২৫