অটোয়া, বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫
বই প্রচার – এনাম রাজু

মর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে মনিরা মিতার প্রথম গল্পগ্রন্থ গহিনে যাপন।

১৫টি মৌলিক গল্প স্থান পেয়েছে এতে। প্রতিটি মানুষের গল্পগুলো আলাদা। প্রতিজোড়া চোখেই খেলা করে ভিন্নতর স্বপ্ন। প্রতিটি দীর্ঘশ্বাসে ঝরে পড়ে ঝরাপাতার পৃথক গল্প। সব গল্প এক নিক্তিতে মাপা যায় না। প্রতিটি গল্পের জন্য মেলে ধরতে হয় আলাদা চোখ। কান পেতে দিতে হয় অন্তরগহিনে। মৃত্তিকাসংলগ্ন মানুষদের মনের গহিনে যাপন করতে থাকা জীবনঘনিষ্ট এমন আবহের গল্প স্থান পেয়েছে লেখকের এই প্রথম বইয়ে।

বইটি প্রকাশ করেছে জলকথা প্রকাশনী। ভিন্ন ধাচের এই বইটির মূল্য ধরা হয়েছে ১৬০ টাকা। বইটি এবারের বইমেলার প্রথম দিন থেকেই চমন প্রকাশের ৭১৯ নম্বর স্টলে পাওয়া যাবে।

তবে মেলার শুরুর আগের কয়টা দিন থাকছে প্রি-অর্ডারের সুযোগ। ঘরে বসেই ডেলিভারি চার্জ ছাড়াই বইটি পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে বইটির প্রকাশক। এ জন্য যোগাযোগ করতে পারেন (০১৭১৭-২৯৮৮১২) বিকাশ নাম্বারে।

এনাম রাজু । ঢাকা, বাংলাদেশ