গাইবান্ধায় বন্যার্তদের মাঝে মিউজিট্রাচার ও বাংলা ক্যারাভানের ত্রাণবিতরণ -সৌরভ বড়ুয়া
বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার লক্ষ্যে অটোয়াস্থ মিউজিট্রাচার (musitrature.com) ও বাংলা ক্যারাভান অনলাইন (ফেসবুক) এবং অফলাইনে অর্থ উত্তোলনের জন্য উদ্যোগ গ্রহণ করে । অর্থ সংগ্রহ চলে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই ২০১৯ পর্যন্ত। অটোয়া ছাড়াও কানাডার অন্য শহর যেমন-টরন্টো, হ্যালিফ্যাক্স থেকেও কেউ কেউ আর্থিক সহায়তা প্রদান করে। উত্তোলিত অর্থের পরিমাণ দাঁড়ায় ৭০০ কানাডিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রার মূল্যমানে যার পরিমাণ ৪৪,৬৬০.৪২//= টাকা।
উত্তোলিত অর্থ দিয়ে ১০ আগস্ট ২০১৯ তারিখে গাইবান্ধা জেলা সদরের কামারজানী ইউনিয়নের রায়দাসবাড়ি চর এবং সদর থানার পুর্বপাড়া গ্রামের ৮০ টি পরিবারকে সহায়তা করা হয়। পরিবার প্রতি ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম সেমাই, ১ লিটার সয়াবিন ও সরিষার তেল, ১০০ গ্রাম সাবান এবং নগদ ৫০ টাকা করে বিতরণ করা হয়।
ত্রাণ কাজ বিতরণে সহায়তা করেন মোঃ শহীদুল ইসলাম, মোঃ সাইফুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোছাঃ রেজিফা, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ সেলিম মিয়া।
-সৌরভ বড়ুয়া, অটোয়া, কানাডা।
-
সংবাদ
-
10-08-2019
-
-