অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
এখন নিঃস্তব্ধতা - জাকি ফারুকী

নে হয় চুপ থাকাটাই শ্রেয়,
গাড়ীতে উঠেই “ক’টা বাজে এখন?
উত্তর দিই না,
ঘড়ি আছে দেখে নাও,
চুপ থাকি।
আজ টেমপারেচার কতো,
উত্তর নেই।
তোমাকে প্রশ্ন করলে উত্তর দাও না,
কেন?
ততক্ষনে গাড়ী ঘুরেছে “বাতান” এভ্যিনু
চুপ করে বসে থাকা।
মাথার মধ্যে অজস্র পোকা কিলবিল করে
মনে হয় আমার মতো,
কারো চায়ে চিনির জটিলতা,
চিনি হয়েছে … উত্তর নেই।
দাঁত মেজেছো আজ সকালে,
উত্তর নেই।
মনে করে সব ভুলে যাই,
তাহলে এতোটা জীবন সংসারটা হলো
কোন নিয়মে।

তখন আকাশে মেঘ,
নদীতে ভাটার টান,
একটা জলজ পোকা কাদায় আটকে
আর নামতে পারছে না,
নদীটার নাম “গ্রীনো”
এই নদী সাগরের মোহনায় পলি জমিয়ে নিজের নামবার পথ অবরুদ্ধ করে মরে গেছে।
আমারও কি তেমন
নিঃসঙ্গতা এমনি,
চুপ করে থাকাই শ্রেয়!

জাকি ফারুকী 
৫/১১/২৪
টিনটনফলস্,
নিউজার্সি।