অটোয়া, মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪
অগ্নি- বীর - আরিয়ান খান

মাদের দেখা হবে মিছিলে বন্ধু, 
তুমি হুংকার দিবে গলা ছেড়ে আর আমি লিখে যাবো কাব্য।
দেওয়ালে দেওয়ালে বিপ্লবী গ্রাফিতি, 
জানান দিয়ে যায় এই শ্রাবণ মুছতে পারবে না কোন দাগ। আমরা অনিয়ম ভেঙে গড়বো নতুন নিয়ম, 
শোষণের বিরুদ্ধে আঁকতে থাকবো সারা রাজপথ জুড়ে। শ্মশান বানিয়ে যে আগুন জ্বালিয়েছে আমাদের বুকে, আমরা সেখান থেকে জন্ম নেওয়া অগ্নি-বীর। 
আমাদের দেখা হবে স্লোগানে, 
সব নিপীড়িত ছাত্র, শ্রমিক ,জনতা-কে নিয়ে। 
আলোর অন্বেষণ ভেঙে আমরা বিদায় জানাবো অন্ধকার। বন্ধু আমাদের দেখা হবে হাসপাতালে, 
ইমারজেন্সী ওয়ার্ডে আমরা কথা বলবো যমদূতের সামনে।এই জোয়ারে আমরা মরতে এসেছি,
বন্দুকের নলে কপাল ঠেকিয়ে,
আমরা গাইতে এসেছি নতুন দিনের গান। 
আমরা বাঘের দেশের সন্তান, 
আকাশ ছিড়ে, রক্ত মেখে আমরা থাবা মারি শিকার। আহত জখমে লবণ মেখে আমরা ডাক দি বিদ্রোহের। আমাদের দেখা হবে কাগজে আর কলমে, 
কার্টুনিস্টের ব্যঙ্গচিত্রে আমরা হয়ে থাকবো অমর। 
তুমি হিসেব রাখো লাশের, 
আমি তেড়িয়ে আনছি প্রদীপ মশাল। 
স্প্রিন্টারে ঝাঁঝরা হওয়া আমাদের পিঠ, 
ভারি অস্ত্র ভরা প্রশাসনের জীপ, 
বেধড়ক পিটিয়ে পঙ্গু করে ফেলা শরীর, 
আমরা সব আজ দ্বিগুণ করে ফিরিয়ে দিবো।
তুমি চালিয়ে যাও সংগ্রাম, 
রাস্তা থেকে নদীপথ, 
আকাশ থেকে পর্বত, 
তুমি শুনতে পাবে আমার কন্ঠ, 
শুনতে পাবে হাল না ছাড়ার আহবান। 
আমাদের দেখা হবে এই নরকের অবসানে, 
স্বাধীন পাখির সুরে, 
মুক্ত ফুলের ঘ্রাণে,
তুমি মুষ্টি খুলে তুলে নিও গিটার, 
আমার লেখা গানে তুমি দিয়ো সঙ্গীত, 
আমার কবিতায় মিলাতে চেয়েও ছন্দ,
সংগ্রাম শেষে আমার দেশকে দিও,
সাহসী ভোরের ইতিহাস। 
তুমি রণাঙ্গন থেকে ফিরে এসো সফল যোদ্ধা হয়ে।

আরিয়ান খান
অটোয়া, কানাডা