অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
জিওন কাঠি - ইকবাল কবীর রনজু

বি হয়েছে পাশের বাড়ির ছেলেটা
ন’মাস হলো লিখছে, মন্দ কি
ফেসবুকে কবিতা লিখে পদক পায় 
পাক না, ক্ষতি কি?
নয় মাস, নয় বছর, নব্বই বছর তো এভাবেই হয়।

কবিতার বিচার হয়, পোস্টমর্টেম হয়
বিচারের নামে নির্বিচার, কখনও প্রহসনও হয়
টেঁটা, কোচের ঘা খাওয়া পীরের মাছের মত
যন্ত্রনায় দগ্ধ কবি মুক্তির পথ খোঁজে।

অভিমানে অন্তরাত্মা ভোতা হলেও
রঙ, রূপ, রস, সমস্ত শিল্প সত্ত্বা নিংড়ে লেখে
শেষ সময়েও জিওন কাঠির পরশ খোঁজে 
ক’টা অসমাপ্ত কবিতা শেষ করবে বলে
কীবোর্ডে হাত চালায়, মনে আসে নতুন পঙক্তি মালা
চোখ ঝাপসা হয়ে আসে, মনিটর জুড়ে যেন
পোস্ট অফিসের লাল মরচে ধরা ডাকবাকসো।

 ইকবাল কবীর রনজু
পাবনা, বাংলাদেশ