অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
ফেরা - তীর্থঙ্কর সুমিত

থারা...
কখন যেন তোমার ইচ্ছে ঘুড়ি হয়ে
উড়তে উড়তে মিলিয়ে যায় নীলাকাশে
অন্ধকারে লেখা থাকে না ফেরার গল্প
নতজানু মাথা প্রতিবাদে লেখা
আস্ত একটা উপন্যাস
ফেরারি সময় হতবাক হয়ে লিখে যায়
অন্ধকার কথা
আলোর মুহূর্তে আলোকিত করে ইতিহাস
যে ছেলেটা ___
রোজ রাতে অন্ধকার ফেরি করে
ফিরে আসত ক্লান্ত শরীর নিয়ে
এক গ্লাস জলে ফুটে উঠতো
ফেলে আসা গ্যাজুয়েশান ডিগ্রি
সে কোথায় হারিয়ে গিয়েছে...
আর আজ যখন
সে ফিরে এসেছে
অন্ধকার থেকে আলোতে
নিশ্চই সে একটা ইতিহাস গড়বে
আমরা অপেক্ষার চারা বপন করেছিলাম
আজ তা ফলে ফলে সুজজ্জিত
সকলেই স্বপ্ন দেখে
স্বপ্ন গড়ে

শুধু থেকে যায় অ পে ক্ষা।।

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী