আমি তোমার ভেতর খুঁড়তে থাকি খুঁড়তে খুঁড়তে কখন যে আমি তোমার অতলে চলে যাই— বাধাহীন সমুদ্রের মতন গর্জে উঠি ফিরতে যাব ঠিক তখনই দেখি তুমি আমার পায়ে বেড়ি দিয়েছো আমি আর নিজের কাছে ফিরতে পারি না তোমার কাছেও আমি স্থির হতে পারি না তারপর আমি শূন্যে ভাসতে থাকি নিজের মাঝে স্মৃতির দেয়াল আঁকি— দিনগুলো সব রাতের ভেতর ডুব দেয় অথচ কেউ কারও মাঝে ডুবতে পারি না! সারোয়ার আহমেদ উচ্ছ্বাসঢাকা, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa